শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


৮ ম্যাচ নিষিদ্ধ রবিনসন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০২১

স্পোর্টস ডেস্কঃ

ইসলাম ও নারী বিদ্বেষী টুইট করায় ৮ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। তবে তিনি এখনই মাঠে ফিরতে পারবেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ১ বিবৃতিতে জানানো হয়েছে এ খবর।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের প্রথম ম্যাচে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল রবিনসনের। সেই ম্যাচের প্রথমদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ৭-৮ বছর আগে রবিনসনের করা বেশ কয়েকটি টুইট।

যেখানে ইসলাম ধর্মকে পরোক্ষভাবে কটাক্ষ করেছিলেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি টুইটে ছিল নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাবের ছাপ। তখন অবশ্য ক্রিকেটার ছিলেন না রবিনসন।

এসব টুইটের কারণে তখন তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয় রবিনসনকে এবং জানানো হয় পূর্ণাঙ্গ তদন্তের পর নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। অবশেষে ৩০ জুন হয়েছে রবিনসনের বিরুদ্ধে আনা অভিযোগেরে শুনানি।

ইসিবির ক্রিকেট ডিসিপ্লিন কমিশন সবদিক বিবেচনা করে রবিনসনকে ৮ ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৩২০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পৌনে ৪ লাখ টাকার সমান।

তবে ৮ ম্যাচ নিষিদ্ধ করা হলেও, এখনই মাঠে ফিরতে পারবেন রবিনসন। কারণ তার এ নিষেধাজ্ঞার ৫ ম্যাচ স্থগিত করা হয়েছে ২ বছরের জন্য। অর্থাৎ ২ বছরের মধ্যে নতুন কোনো অপরাধ না করলে মওকুফ করা হবে এ শাস্তি। অন্যথায় নতুন শাস্তির সঙ্গে ৫ ম্যাচের নিষেধাজ্ঞাও যোগ হবে।

এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ও ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের ২ টি ম্যাচ খেলতে পারেননি রবিনসন। যার সুবাদে ভোগ করা হয়ে গেছে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা। এখন টি-টোয়েন্টি ব্লাস্টের পরের ম্যাচেই খেলতে পারবেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি