শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের খবরটি উঠে এসেছে আর্জেন্টিনার একটি পত্রিকায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

চলমান কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থন করাকে কেন্দ্র করে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে চারজন আহত হওয়ার খবরটি উঠে এসেছে আর্জেন্টিনার একটি পত্রিকায়।

অবাক করা বিষয় হলেও ব্রাহ্মণবাড়িয়ার ওই সংঘর্ষের খবর প্রকাশ করেছে আর্জেন্টিনার ‘বুয়েন্স এইরেস টাইম’ পত্রিকা। সংবাদের শিরোনাম- ‘বাংলাদেশে কোপা আমেরিকা ঘিরে সংঘর্ষের ঘটনায় সতর্কতা জারি’।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বুয়েন্স এইরেস টাইমস পত্রিকায় পুলিশের সতর্ক অবস্থানের কথা উল্লেখ করে বলা হয়- কোপা আমেরিকা আর বিশ্বকাপের সময় বাংলাদেশের ১৬ কোটি জনগণের মাঝে ফুটবল উন্মাদনার সৃষ্টি হয়। লাখ লাখ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক তাদের প্রিয় দলের পতাকা নিজেদের বাড়িতে এবং রাস্তায় স্থাপন করে। মাঝেমধ্যে দুই পক্ষে সংঘর্ষও হয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় দেশটিতে রাস্তায় পতাকা ওড়াতে গিয়ে ১২ বছর বয়সী এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়। তাছাড়া অন্য একটি ঘটনায় দুই দলের সমর্থক পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলে মারাত্মক আহত হন।

উল্লেখ্য, আগামী রোববার ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল ঘিরে সংঘর্ষের আশংকায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ। জনগণকে বাইরে বের না হয়ে নিজের বাসায় বসে খেলা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি