শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ঈদকে সামনে রেখে প্রথম দিনেই ঘরমুখো মানুষের ঢল গাবতলীতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

ঈদ সামনে রেখে বিধিনিষেধ শিথিলের প্রথমদিনেই গাবতলীতে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। করোনার সংক্রমণের বিপদ উপেক্ষা করেই নাড়ির টানে বাড়ির পথে রওনা হওয়া মানুষেরা ভিড় করছেন গাবতলীতে।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জুলাই মাসের শুরু থেকে দেশজুড়ে ছিল কঠোর লকডাউন। এর আওতায় দূরপাল্লার বাস চলাচল ছিল বন্ধ।

এর আগে ঈদুল ফিতরে মানুষের বাড়ি ফেরা ঠেকাতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তাতে মানুষের ঢল ঠেকানো যায়নি। যে যেভাবে পেরেছিলেন গ্রামের বাড়ির পথে রওনা হয়েছিলেন ওই ঈদে। সে অভিজ্ঞতা মাথায় রেখে এবার ঈদের আগে বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে ঈদের পর ২৩ জুলাই থেকে আবার বিধিনিষেধে ফিরবে দেশ।

গাবতলীতে ঈগল পরিবহন কাউন্টারের ম্যানেজার শিমুল বলেন, ভোর থেকেই যাত্রী নিয়ে বাস ছেড়ে গেছে এবং ঢাকায় এসেছে। গতকাল প্রায় বেশিরভাগ টিকিট বিক্রি করেছি। আজও সকাল থেকে টিকিট বিক্রি করছি। ঈদের আগ পর্যন্ত আমাদের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে।

আজ (বৃহস্পতিবার) সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় মানুষের উপপেচড়া ভিড়। দূরপাল্লার বাস চালু হওয়াতে যাত্রীদের মনে স্বস্তি নেমে এসেছে। টার্মিনাল থেকে মাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়া আদায়ের কথা বলা হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন, সরকারি নির্দেশনা মেনে এক সিট ফাঁকা রেখে, ৬০ শতাংশ বেশি ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করবে। ঈদ উপলক্ষে বুধবার সরাসরি ও অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। বাস মালিকদের সরকারি নির্দেশনা মেনেই পরিবহন চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি