শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ১৯ কোটি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ১৭১ জন এবং মারা গেছে ৪০ লাখ ৮৫ হাজার ৬৪৯ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৭৩৮ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ২৫ লাখ চার হাজার ২৩ জন। আজ শুক্রবার ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৭৯ হাজার ৩২৭ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১৫৫ জন এবং মারা গেছে ছয় লাখ ২৪ হাজার ২১৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১০ লাখ ২৫ হাজার ৮৭৫ জন এবং মারা গেছে চার লাখ ১২ হাজার ৫৬৩ জন।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৯২ লাখ ৬২ হাজার ৫১৮ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৩৯ হাজার ৫০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি