মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » অলিম্পিক ফুটবলে মিশরের বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা


অলিম্পিক ফুটবলে মিশরের বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০২১

স্পোর্টস ডেস্ক:

টোকিও অলিম্পিকে ছেলেদের ফুটবলে গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ১-০ গোলে জয় প্রথম জয় পেয়েছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে রুখে দিয়েছিল মিশর অলিম্পিক দল। আজ আর্জেন্টিনাকেও প্রথমার্ধে আটকে রেখেছিল আফ্রিকা মহাদেশের দেশটি। তবে শেষ পর্যন্ত আর পারেনি। ফাকুন্দো মেদিনার একমাত্র গোলে জিতেছে আলবিসেলেস্তেরা।

প্রথম মিনিটেই কর্নার দিয়ে শুরু করা ম্যাচে মোট ৯টি কর্নার পেয়েছে আর্জেন্টিনা। তেমনই এক কর্নার থেকেই এসেছে ম্যাচের একমাত্র গোলটি। ম্যাচের ৫১ মিনিটের সময় একটি কর্নার পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেয়া কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন ১৪ নম্বর জার্সি পরিহিত রক্ষণভাগের খেলোয়াড় ফাকুন্দো মেদিনা।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলেও এ ম্যাচে আর্জেন্টিনার চার খেলোয়াড় হলুদ কার্ড পেয়েছেন। যারা হলুদ কার্ড পেয়েছেন তারা হলো- এজেকুয়েল পনসে, পেদ্রো ডে লা ভেগা, টমাস বেলমন্তে এবং নেহুয়েন পেরেজ।

দুই বারের অলিম্পিক জয়ী আর্জেন্টিনা এবারের আসরে ‘সি’ গ্রুপ রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আলবেসিলেস্তেরা। ওই ম্যাচে ২-০ ব্যবধানে হারতে হয়েছে তাদের। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে শুভ সূচনা করেছে মিশর।

এদিকে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ব্রাজিল। ম্যাচে র্জামানদের ৪-২ গোলে উড়িয়ে দিয়ে আসরে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে অলিম্পক যাত্রা শুরু করেছে আইভরি কোস্ট।

আর্জেন্টিনার শুরুর একাদশ: জেরেমিয়া লেডেসমা, হার্নান ডে লা ফুয়েন্তে, নেহুয়েন পেরেজ, ফাকুন্দো মেদিনা, ক্লাউদিও ব্রাভো, মার্টিন পায়েরো, ফাউস্তো ভেরা, পেদ্রো ডে লা ভেগা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল বারকো, এডলফো গাইচ।

মিশরের শুরুর একাদশ: এল শেনাওয়ে, আহমেদ এল ফতুহ, হামদি এম, হেগাযি, গালাল ও, এল ইরাকি, হামদি এ, তৌফিক, সোভি, ইয়াসির রাইয়ান ও সালাহ মোহসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি