বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে খাদ্যের জন্য মরিয়া মানুষ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে খাবারের জন্য মরিয়া হয়ে উঠেছে মানুষ। শুক্রবার (২০ আগস্ট) তারা একটি ত্রাণবাহী কনভয় লুট করেছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। গত শনিবার এই ভূমিকম্প আঘাত হানে।

এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ত্রাণ বিতরণের সংগঠন ফুড ফর পুওর জানিয়েছে, চারটি ট্রাক শুক্রবার স্থানীয় বাসিন্দাদের আক্রমণের শিকার হয়। দক্ষিণে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে খাবার ও জল সরবরাহ করার সময় লুটপাট করা হয়। চালক বা ট্রাকের কোন ক্ষতি হয়নি।

হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি স্বীকার করেছেন, প্রাকৃতিক দুর্যোগের পর মহাসংকটে রয়েছে তার দেশ। হেনরি বলেন, ‘হাইতির হাঁটু ভেঙে পড়েছে। ভূমিকম্প দেশের দক্ষিণাঞ্চলের বিশাল একটি অংশ ধ্বংস করে দিয়েছে। এটি আরো একবার প্রমাণ করেছে আমাদের সীমা কতটুকু, আমরা কতটা অরক্ষিত।’

হাইতির কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, গত ১৪ আগস্টের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ১৮৯ জনে পৌঁছেছে। এ দুর্যোগের পর ক্রমেই তাঁবুর শহরে পরিণত হয়েছে লেস কায়েস। তবে সেখানে অতিআবশ্যক ত্রাণ সহায়তা না পৌঁছানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি