শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


বিমানে প্রসববেদনা আফগান শরণার্থী নারীর, সন্তান জন্ম জার্মানিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিমান তখন আকাশে উড়ছিল। এমন সময় প্রসববেদনা শুরু হয় বিমানে থাকা একজন আফগান শরণার্থী নারীর। পরে সেই বিমানটি অবতরণ করে জার্মানিতে। সেখানেই সন্তান প্রসব করেন ওই নারী। মা ও শিশু দুজনই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পক্ষ থেকে রবিবার টুইট করে বিষয়টি জানানো হয়েছে।

টুইটারে জানানো হয়েছে, আফগান নারীর প্রসববেদনা শুরু হয়েছিল বিমান ওড়ার পরই। বিমান তখন ২৮ হাজার ফুট উচ্চতায়। বিমানের ভিতরে বায়ুচাপ কম থাকায় তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল ওই নারীর। তাঁর দম যেন বন্ধ হয়ে আসছিল। তা দেখে বিমানের উচ্চতা খুব দ্রুত কমিয়ে আনেন পাইলট। যাতে বিমানের ভিতরে বায়ুচাপের পরিমাণ বাড়ে।

টুইটারে আরও জানানো হয়েছে, দ্রুত বিমানটি জার্মানির র‌্যামস্টিন এয়ারবেসে অবতরণ করে। এর পরপরই সন্তান প্রসব করেন ওই আফগান নারী। প্রসবে সাহায্য করেন আমেরিকার বিমানবাহিনীর সদস্যরাই। মা ও শিশুকে পরে নিয়ে যাওয়া হয় র‌্যামস্টিন এয়ারবেসের কাছাকাছি একটি হাসপাতালে। মা ও শিশু দুজনেই সুস্থ।

ওই নারীর মতো আর যাঁরা কাবুল ছেড়ে অন্যত্র পালাতে চাইছেন, তাঁদের কয়েকজনকে নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের সি-১৭ বিমানটি কাবুল থেকে আকাশে ওড়ে পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে। সেখানে কাবুল থেকে আসা কয়েকজনকে নামানোর কথা ছিল। তারপর সেখান থেকে জার্মানিতে আমেরিকার র‌্যামস্টিন এয়ারবেসে যাওয়ার জন্য আকাশে ওড়ে বিমানটি। সেই বিমানেই ছিলেন ওই শরণার্থী আফগান নারী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি