শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


চাঁদপুর থেকে কুমিল্লাসহ ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৯.২০২১

ডেস্ক রিপোর্ট:

বাস দুর্ঘটনায় আহত শ্রমিক বিনা চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগে চাঁদপুর থেকে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লাসহ অন্যান্য রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।

আজ সোমবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শ্রমিকরা চাঁদপুর পৌর বাস টার্মিনালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। পৌর টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক সমিতির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরও করেছেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে বাস টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাস চলাচল বন্ধ থাকায় চাঁদপুর থেকে অন্যান্য স্থানে যাওয়া যাত্রীদের দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সুযোগে সিএনজি, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন ভাড়া বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন সাধারণ যাত্রীরা।

সমস্যা সমাধানে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ।

তিনি বলেন, ‘সমস্যা সমাধানে আমরা পৌর মেয়রের নির্দেশে বাস শ্রমিকদের নিয়ে আজ বিকেলে আলোচনায় বসবো।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল রবিবার ভোর ৬ টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদখার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। সেসময় বাস চালক ও শ্রমিকসহ অন্তত ১০ যাত্রী আহত হন। পরে আহত শ্রমিক চাঁদপুর সদর হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ উঠে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি