শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ্যপানে ছাত্রলীগ নেতার মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৯.২০২১


ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে রাফসান ইরফান (২৮) নামে চট্টগ্রাম মহানগরের এক ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। বিশেষ সূত্রে জানা যায়, হোটেলে অতিরিক্ত মদ্যপানের কারণে এই তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলাতলী বীচ পয়েন্টের বে ওয়ান্ডার হোটেল হতে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে এই ছাত্রলীগ নেতার মৃত্যু হয়।
রাফসান ইরফান নগরীর কোতোয়ালি থানার এনায়েতবাজার বাটালি রোডের বাসিন্দা। দলের তার কোন পদ পদবী না থাকলেও তিনি ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। সামনের কাউন্সিলে তিনি কোতোয়ালি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন বলে জানা যায়।

একাধিক সূত্রে জানাগেছে, গত ১৫ ই সেপ্টেম্বর রাফসানসহ ৭ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যান। সেখানে তারা ‘বে ওয়ান্ডারস’ নামে একটি হোটেলে অবস্থান করেন। গতকাল ১৬ ই সেপ্টেম্বর গভীর রাত পর্যন্ত হোটেলে তারা মদ পান করে পরে তারা ঘুমিয়ে পড়ে। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ে রাফসান।
ভোরে তার বুকে ব্যথা অনুভব করলে তাকে তার সঙ্গীরা কক্সবাজারের বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা আরো খারাপ হলেতাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে রাফসান ইরফানের মৃত্যু হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি অতিরিক্ত পরিমাণে মদ পানে অসুস্থ হয়ে মারা গেছেন রাফসান। এরপরও ময়নাতদন্তের পর বাকিটা জানা যাবে।
তবে এই ব্যাপারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সাম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, কক্সবাজারে রাফসান ইরফানের মৃত্যুর খবর শুনেছি। যতটুকু জেনেছি, সে স্ট্রোক করছে। তার পরিবারের সদস্যরা সেখানে গেছেন। এখন পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি