শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৮


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার পিয়ার্ম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী এক শিক্ষার্থীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ সোমবার দেশটির আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মস্কো থেকে এক হাজার ৩০০ কিলোমিটার পূর্বে পিয়ার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গুলির এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাগুলির সময় ছাত্র ও শিক্ষকরা শ্রেণিকক্ষের ভেতরে দরজা বন্ধ করে অবস্থান নেন।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, শিক্ষার্থীদের একটি ভবনের দোতালার জানালা দিয়ে লাফিয়ে পড়ছেন। তারা ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছেন। ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বন্দুকধারীকে আটক করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র ও পুলিশ।

চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বিচারে গুলির ঘটনা ঘটল। কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে খুব কমই এ ধরনের ঘটনা ঘটে বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি