বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


প্যান্ডোরা পেপারসে বাংলাদেশীসহ ৩৩৫ ক্ষমতাধরের গোপন লেনদেনের তথ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০২১


ডেস্ক রিপোর্ট:
এ যেন প্যান্ডোরার বাক্স। তার ভেতর থেকে বেরিয়ে আসছে বিশ্বের তা-বড় তা-বড় নেতা, ব্যবসায়ী, সেলিব্রেটিদের গোপন সম্পদের গা শিউরানো খবর। গোপনে অফসোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন ৩৫ জন বিশ্বনেতা। তার মধ্যে আছেন বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের প্রধান। ‘প্যান্ডোরা পেপারস’- মুখোশ খুলে দিয়েছে কমপক্ষে ৩০০ সরকারি কর্মকর্তার গোপন আর্থিক লেনদেনের তথ্য। এর মধ্যে আছেন কমপক্ষে ৯০টি দেশের মন্ত্রীরা, বিচারকরা, মেয়ররা এমনকি সামরিক শীর্ষ কর্মকর্তারা। আছেন কিংবদন্তি হয়ে ওঠা ক্রিকেটার থেকে সংগীতশিল্পীও। আছেন কমপক্ষে ১০০ বিলিয়নিয়ার।

এর মধ্যে আছেন সেলিব্রেটি, রক স্টার ও ব্যবসায় নেতারা। এসব মানুষ ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত পানাম, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড এবং কেম্যান আইল্যান্ডে বিনিয়োগ করেছেন। বিলাসবহুল সামগ্রী, প্রমোদতরী কিনেছেন কেউ কেউ। এমন এক কোটি ২০ লাখ ফাইল ফাঁস করে দিয়েছে ওয়াশিংটনের ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)। তারা এসব ফাইল গোপনে শেয়ার করেছে লন্ডনের গার্ডিয়ান, বিবিসি প্যানোরমা, ফ্রান্সের লা মন্ডে এবং ওয়াশিংটন পোস্টসহ আরও অনেক বাছাই করা মিডিয়া অংশীদারের সঙ্গে। বৈশ্বিক পর্যায়ে বিশাল এই তদন্তে অংশ নিয়েছেন কমপক্ষে ৬০০ সাংবাদিক। অফসোর প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অবৈধ নয়। কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তার মতো অজুহাতে একে বৈধতা দেয়া যেতে পারে। কিন্তু গোপনে অর্থ বিনিয়োগ করাকে অনেক আয়কর ফাঁকি, প্রতারণা এবং অর্থ পাচার হিসেবে প্রমাণিত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য অফসোর বিনিয়োগ নিয়ে প্রথম ২০১৬ সালে প্রকাশ হয় পানামা পেপারস । আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকা ২.৬ টেরাবাইট ভলিয়ুমের ওই তথ্য ফাঁস করে দেয়। পরের বছর প্রকাশ পায় প্যারাডাইস পেপারস। অফসোর সুবিধা দানকারী অ্যাপলবাই থেকে পাওয়া এর বেশির ভাগ ডকুমেন্ট। অ্যাপলবাই প্রতিষ্ঠিত হয়েছিল বারমুডায়। সবমিলে প্যারাডাইস পেপারসের ভলিয়ুম ছিল ১.৪ টেরাবাইট। আর সবশেষ ফাঁস হলো প্যান্ডোরা পেপারস। তিনটি পেপার ফাঁসের মধ্যে সবচেয়ে আয়তনে বড় প্যান্ডোরা পেপারস। এর আয়তন ২.৯৪ টেরাবাইটস। এতে দেখা গেছে, ভিয়েতনাম থেকে ব্রাজিল ও সিঙ্গাপুর, বাহামা দ্বীপপুঞ্জ থেকে সিসিলি পর্যন্ত এর ব্যাপ্তি। এসব নিয়ে কমপক্ষে দেড় বছর বিশ্লেষণ করেন সাংবাদিকরা। তারপর তা প্রকাশ শুরু করেন।

এতে দেখা যায়, ক্ষমতাসীনদের মধ্যে কমপক্ষে ১০ কোটি ডলার বিনিয়োগ করেছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ। তার সাম্র্রাজ্যের বিস্তার মালিবু, ওয়াশিংটন ও লন্ডনে। এ ছাড়া আছেন আজারবাইজানের ক্ষমতাসীন আলিয়েভ পরিবার। সাম্প্রতিক বছরগুলোতে তারা বৃটেনে ৪০ কোটি পাউন্ডের বাণিজ্য করেছেন। তার মধ্যে তাদের একটি প্রপার্টি বিক্রি করা হয়েছে রানীর ক্রাউন এস্টেটের কাছে। এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন আলিয়েভ। প্যান্ডোরা পেপারস ইউরোপিয়ান ইউনিয়নের দু’জন রাজনীতিককে বিব্রতকর অবস্থায় ফেলেছে। তারা হলেন- চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস। এ সপ্তাহে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ফ্রান্সের দক্ষিণে ২ কোটি ২০ লাখ ডলারের একটি অট্টালিকার মালিক হতে কেন তিনি অফসোর কোম্পানি ব্যবহার করেছেন সে প্রশ্নের মুখোমুখি হবেন। ওদিকে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্টাসিয়াডেসও একই অবস্থার মুখোমুখি। রাশিয়ার বহুল বিতর্কিত ভুয়া কোম্পানির মালিক একজন বিলিয়নিয়ারের অর্থ গোপনের বিষয়ে কেন গোপন রেখেছে তার প্রতিষ্ঠিত আইনি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানটি কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছে।

প্যান্ডোরা পেপারসে যাদের নাম এসেছে তারা সবাই যে অন্যায় করেছেন এমন নয়। ফাঁস হওয়া ফাইলে দেখা যাচ্ছে বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী চেরি ব্লেয়ার যখন বাহরাইনের একজন প্রথম সারির মন্ত্রীর পরিবারের কাছ থেকে লন্ডনে একটি বাড়ি কেনেন, তখন তারা সম্পদের ৩ লাখ ১২ হাজার পাউন্ড আয়কর সেভ করেছেন। তারা বৃটিশ ভার্জিন আইল্যান্ডে (বিভিআই) একটি অফসোর কোম্পানির মালিকানার মাধ্যমে মেরিলিবোনে ৬৫ লাখ পাউন্ডের একটি অফিস কিনেছিলেন। যদিও এটা বেআইনি নয়, তবু এমন কোনো প্রমাণ নেই যে, ব্লেয়ার দম্পতি সক্রিয়ভাবে সম্পত্তি কর এড়াতে চেয়েছেন।
ওদিকে ইউক্রেনে ২০১৯ সালে নির্বাচিত প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি নির্বাচনের সময় দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এই তালিকায় তার নামও এসেছে। প্রচারণাকালে জেলেনস্কি একজন ঘনিষ্ঠ বন্ধুকে অফসোর কোম্পানিতে তার শতকরা ২৫ ভাগ শেয়ার হস্তান্তর করেন। বর্তমানে তার ওই বন্ধু প্রেসিডেন্টের শীর্ষস্থানীয় উপদেষ্টা। এসব নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ফলে এটা নিশ্চিত হওয়া যায়নি যে, তিনি এ খাত থেকে সুবিধা নিয়েছেন কিনা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন সম্পদ আছে বলে সন্দেহ করে যুক্তরাষ্ট্র। তবে প্যান্ডোরা পেপারসে তার নাম আসেনি। কিন্তু তার অনেক ঘনিষ্ঠ সহযোগীর নাম আছে এতে। এর মধ্যে আছে তার বাল্যকালের বেস্টফ্রেন্ড প্রয়াত পেত্র কোলবিন। তাকে সমালোচকরা পুতিনের নিজস্ব সম্পদের ‘ওয়ালেট’ বলে আখ্যায়িত করতেন। এ ছাড়া আছেন, একজন নারী। বলা হয়, তার সঙ্গে রাশিয়ার নেতা পুতিনের একদা রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কেউই।
প্যান্ডোরা পেপারসে যাদের নাম আছে তারা ছড়িয়ে আছেন আফ্রিকা থেকে লাতিন আমেরিকা, লাতিন আমেরিকা থেকে এশিয়া পর্যন্ত। পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ একজন মন্ত্রী মুনিস এলাহি সিঙ্গাপুরের একটি অফসোর কোম্পানিতে যোগাযোগ করেছিলেন ৩ কোটি ৩৭ লাখ ডলার বিনিয়োগের জন্য। এ ছাড়া এই পেপারে পাকিস্তানের প্রায় ৭০০ মানুষের নাম আছে।

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা নিজেকে দুর্নীতির শত্রু হিসেবে উপস্থাপন করেন। ২০১৮ সালে তিনি বিবিসিকে বলেছিলেন, প্রতিজন সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করতে হবে, যাতে মানুষ প্রশ্ন করতে পারে- কোনটি বৈধ? এখন কেনিয়াত্তাকে বড় চাপে পড়তে হবে। তাকে উত্তর দিতে হবে কেন তিনি এবং তার ঘনিষ্ঠ আত্মীয়রা লন্ডনসহ বিভিন্ন স্থানে অফসোর কোম্পানিতে কমপক্ষে ৩ কোটি ডলার বিনিয়োগ করেছেন। এতে ফুটে উঠেছে ইউক্রেনের প্রেসিডেন্ট, ইকুয়েডরের প্রেসিডেন্ট, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী, বৃটেনের সাবেক প্রধানমন্ত্রীর নাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আর্থিক লেনদেন নিয়েও তথ্য রয়েছে। এতে রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও অন্য দেশগুলোর কমপক্ষে ১৩০ জন বিলিয়নিয়ারের এমন সব তথ্য রয়েছে। আছে ভারতের ক্রিকেট সুপারস্টার শচীন টেন্ডুলকার, তার স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও শ্বশুর আনন্দ মেহতার নাম। নাম আছে এ প্রজন্মের সংগীতশিল্পী শাকিরার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি