মঙ্গলবার,১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০২১

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার তিনটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। সোমবার সকালে এঘটনা ঘটে।

পরে স্থানীয়রা একত্রিত বাঁশ ও লাঠি দিয়ে ওই পাগলা কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।

গুরুতর আহতরা হলেন, এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইমরান (৭), রেহানা বেগম (৩৮), ফজিলাতুন্নেছা (৩০), সিমা আক্তার (২৮), খাদিজা বেগম (৪০), মোহনপুর ইউনিয়নের তানভীর (১০), ছোটনা গ্রামের সালমা (২০), কুরুইন গ্রামের ফাহিম হাসান (৯), রিশাদ (১২), জাকিয়া (৬), নার্গিস (৫০)।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তার পরিচয় জানতে পারেনি চিকিৎসকেরা।

স্থানীয়রা জানান, সোমবার সকালে একটি বেওয়ারিশ পাগলা কুকুর মোহাম্মদপুর গ্রামে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকে কামড়ে আহত করেছে। পাশের ইউনিয়ন কুরুইন পার্শ্ববর্তী ছোটনা গ্রামে গিয়ে কামড়িয়ে মানুষকে আহত করেছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। ওই ঘটনায় আহত ৫ জনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আরও ৭ জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিশু ইমরানের বাবা মো. মনিরুল ইসলাম বলেন, আমার ছেলে মুখে কামড় দিয়ে গালের মাংস তুলে ফেলেছে। পাগলা কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। ভয়ে-আতঙ্কে মানুষ ঘরের দরজা বন্ধ করে রাখেন। এলাকার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কেউ সাহস করে সামনে আসেনি।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আলম জানান, পাগলা কুকুরটি আহতদের নাকে, মুখে ও গালে কামড়িয়েছে। হাসপাতালে কুকুরে কামড়ানোর ওষুধ অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন নেই, আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, পাগলা কুকুরটি অনেক মানুষকে কামড়িয়েছে। আহতদের দেবিদ্বার ও চান্দিনা প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়া হয়েছে। কুকুরটি স্থানীয়রা সবাই পিটিয়ে মেরে ফেলেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহাম্মদ কবির বলেন, গুরুতর আহত একজনের নাম পরিচয় জানা যায়নি। কুকুরটি মানুষের মুখে নাকে কামড়িয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে দেবিদ্বার ও ৬ জনকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি