শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ


সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০২১

স্টাফ রিপোর্টার:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর উদ্যোগে উপদেষ্টা, পরিচালক, এডমিন,সদস্য, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় হাফেজি মাদ্রাসার  ছাত্র- ছাত্রীদের মাঝে কোরআন শরীফ, ১৬০ জন ছাত্র- ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী, মাদ্রাসার শ্রেণী কক্ষের জন্য ৫ টি ব্লাকবোর্ড বিতরণ করা হয়।

বিতরণের পরে সকল স্বেচ্ছাসেবী ভাই, বোন এবং তাদের আত্মীয়, স্বজন, SBDFB এর উপদেষ্টাসহ সুস্থ, অসুস্থ, মৃত্যু ব্যাক্তি সকলের জন্য দোয়া’র আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ফয়সাল সাদিক।

দোয়া শেষে প্রায় ২৬০ জন ছাত্র-ছাত্রীকে দুপুরের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানা পুলিশের এসআই  ও  SBDFB  এর উপদেষ্টা শামসুল আলম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাতীশ্বর স্কুল এন্ড কলেজের প্রভাষক ত্বোহা স্বাধীন, ইমরান ভূইয়া সুমন, শাখাওয়াত হোসেন সোহাগ। SBDFB  এর পরিচালক সদস্য  মোঃ হাবিবুর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন SBDFB  এর এডমিন মোঃ শাহরিয়া, মোঃ সাইফুল ইসলাম সফি, মোঃ আবির, সদস্য  মোঃ ইসরাফিল,  মোঃ মোজাম্মেল হোসেন রিমন, মোঃ নয়ন হোসেন, মোঃ হাসান মুন্সি,  ইব্রাহিম রকি ।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB)  এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী  জানান, মানবিক সকল কাজ আমাদের অব্যাহত থাকবে। যতদিন বেঁচে আছি মানুষের জন্য যেন আমরা কাজ করতে পারি সবাই সেই দোয়া করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি