শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় জীর্ণ ঘরে আনোয়ারার বাস, একটি ভালো ঘরই তার স্বপ্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০২১

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচংয়ে জীর্ণ ঘরে আনোয়ারা বেগম নামে ষাটোর্ধ্ব এক বিধবার বসবাস। ৪০ বছর আগে গত হয়েছেন স্বামী রেনু মিয়া। সহায়-সম্বল বলতে কিছুই নেই তার। বৃষ্টি এলেই এক চালা টিন শেড দিয়ে পানি পরে। প্রবল বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের সময় অন্যের ঘরেই রাত্রি যাপনে বাধ্য হন তিনি।

একটি ভালো ঘরই তার স্বপ্ন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘর দেওয়ার আশ্বাস দিলেও এ বিষয়ে প্রকৃতপক্ষে কোন পদক্ষেপ নেই।

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চার বছর আগে বানিয়াচং-খৈয়াপাড়া সড়ক নির্মাণের সময় আনোয়ারা বেগম এর টিন শেড ঘরটি ভাঙা পড়ে। পরে রাস্তার কাজ শেষ হলেও ভাঙা ঘরটি অর্থের অভাবে পুননির্মাণ করতে পারেননি আনোয়ারা বেগম ।

স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করে কাটিয়ে এসেছেন দীর্ঘ ৪০ বছর। অন্যের বাড়িতে কাজ করে চালাতেন সংসার। এখন বয়সের ভারে ন্যুব্জ তিনি। কাজ করতে পারেননা। নানা রোগ বাসা বেঁধেছে তার শরীরে। বানিয়াচং গ্রামে স্বামীর রেখে যাওয়া ৪শতাংশ ভিটিতে একটি একচালা জীর্ণ ঘরে বসবাস করছেন তিনি। সরকারি বা স্থানীয় বিত্তবানদের সাহায্যের হাত প্রসারিত করলে ওই ৪ শতাংশ ভিটিতেই একটি ভালো ঘর নির্মাণ করা সম্ভব।

আনোয়ারা বেগমের একমাত্র ছেলে মো. হানিফ পার্শ্ববর্তী শালচর বাজারে চা বিক্রি করে কোন রকমে সংসার চালান। হানিফের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েটি স্কুল পড়–য়া। ২০২১ সালের জুলাই মাসে ছেলেটিকে সৌদি আরবে পাঠিয়েছেন। ধার দেনা করেছেন চাল লক্ষাধিক টাকা। কিন্তু সেখানে গিয়ে করোনা পরিস্থিতির কারণে তার উপার্যনও বন্ধ। ঋণের টাকার জন্য চাপ দিচ্ছেন পাওনাদাররা।

আনোয়ারা বেগম বলেন- স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করেই বেঁচে আছি। চার বছর আগে রাস্তা করার সময় আমার ঘরটি ভাঙ্গা হয়। তখন আমাকে নতুন ঘর করে দেওয়ার কথা বলেছিলো স্থানীয় চেয়ারম্যান। কিন্তু চার বছর পরও আমার ঘর হয়নি।

এতবারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল বলেন, সরকার যে ঘর দিচ্ছে তার অধিকাংশই এখানে স্বজনপ্রীতির মাধ্যমে বরাদ্দ দেয় স্থানীয় চেয়ারম্যানরা। এই অসহায় মহিলার জন্য একটি ঘর করে দেওয়ার দাবি জানাই।

এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মামুনুর রশিদ আবু বলেন-ওই মহিলার ভিটি ও জমি আছে। ঘরটি ভাঙ্গা। করোনাকালে নতুন কোন ঘর বরাদ্দ আসেনি। পরবর্তীতে সরকারি বরাদ্দ পেলে তাকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি