রবিবার,১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ডি ভিলিয়ার্স


সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ডি ভিলিয়ার্স


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০২১

ডেস্ক রিপোর্ট:

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট দিয়েছেন ডি ভিলিয়ার্স, ‘এটা ছিল অসাধারণ যাত্রা, কিন্তু আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

‘আমার বড় ভাইদের সঙ্গে বাড়ির পেছনের উঠোনের ম্যাচগুলো থেকে শুরু করে আমি যতগুলো ম্যাচ খেলেছি, সবই খেলেছি বিশুদ্ধ আনন্দ ও সীমাহীন উৎসাহ নিয়ে। এই ৩৭ বছর বয়সে এসে, অগ্নিশিখা আর ওতটা উজ্জ্বল হয়ে জ্বলছে না।এটাই বাস্তবতা, যা আমাকে মেনে নিতে হবে এবং এটা হঠাৎ করে মনে হতে পারে, সে কারণে আজ আমি এই ঘোষণা দিচ্ছি। আমার সময় ছিল।’

‘ক্রিকেট আমার প্রতি অসাধারণ সদয় হয়েছে। দ্য টাইটান্স কিংবা প্রোটিয়া কিংবা আরসিবি অথবা বিশ্বজুড়ে খেলা হোক না কেন, খেলাটি আমাকে অকল্পনীয় অভিজ্ঞতা ও সুযোগ দিয়েছে এবং আমি সবসময় কৃতজ্ঞ থাকব।’

‘আমি প্রত্যেক সতীর্থ, প্রতিপক্ষ, কোচ, ফিজিও স্টাফ সদস্যদের ধন্যবাদ দিতে চাই, যারা একই পথে সফর করেছে এবং দক্ষিণ আফ্রিকা, ভারত কিংবা যেখানেই খেলেছি সবার যে সমর্থন পেয়েছি তাতে আমি সম্মানিত।

‘শেষ কথা, আমি জানি আমার পরিবার- বাবা মা, ভাই, আমার স্ত্রী ড্যানিয়েল ও সন্তান যে ত্যাগ স্বীকার করেছে সেটা ছাড়া কিছুই সম্ভব হতো না। আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য উন্মুখ আমি, যখন আমি সত্যিই তাদের সবার আগের রাখব।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি