শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নিজ বাড়িতে ফিরলেন আকিব, পেটেই আছে মাথার হাড়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০২১


ডেস্ক রিপোর্ট:

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদি জে আকিব বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে বাড়ি নিয়ে যান বাবা গোলাম ফারুক।

হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী জানান, আকিবের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় গতকাল রাতে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। আজ তার বাবা বাড়ি নিয়ে গেছেন।

আকিব পুরোপুরি সুস্থ কি-না জানতে চাইলে তিনি বলেন, বাড়ি যাওয়ার মতো সুস্থ। তাই বাড়ি পাঠানো হয়েছে। এখন তো আর আকিব রোগী না। পেটে রাখা মাথার হাড় কখন অপারেশন করিয়ে ঠিক করবেন এটা আকিব ও তার পরিবারের লোকজনের ওপর নির্ভর করছে। তবে ২-৩ মাসের মধ্যে পরবর্তী অপারেশন করলে ভালো হবে।

প্রতিপক্ষের হামলায় মাথার হাড় ভেঙে গেছে মেডিক্যাল শিক্ষার্থীর

কুমিল্লা জেলা স্কুলের শিক্ষক গোলাম ফারুকের ছেলে আকিব। গত বছর মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এমবিবিএসে ভর্তি হন। বর্তমানে এমবিবিএস দ্বিতীয় বর্ষে পড়ছেন।

ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার জেরে গত শনিবার সকালে আকিবকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের নেতাকর্মী। এতে তার মাথার একটি হাড় ভেঙে যায়। পরে উদ্ধার করে দ্রুত হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে নেওয়া হলে অপারেশন করেন ড. নোমান খালেদ চৌধুরী। অপারেশনের পর তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

অপারেশনের পর ডা. নোমান জানান, তার ব্রেনে মারাত্মক জখম হয়েছিল। রক্তক্ষরণ ছিল। মাথার খুলির একটি হাড় ভেঙে গেছে। অপারেশন করে হাড়ের একটা অংশ খুলে আপাতত তার পেটের মধ্যে চেম্বার তৈরি করে চামড়ার নিচে রাখা হয়েছে। কিছুটা উন্নতি হলে সেটা আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে।

আকিবের বাবা বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, আকিব সুস্থ। চাইলে তাকে বাড়ি নিতে পারি। তাই বাড়িতে নিয়ে এসেছি। তাকে আইসিইউ থেকে কেবিনে পাঠানোর পর স্বাভাবিকভাবে হাঁটাচলা করেছে। গাড়িতে বসেই আমাদের সঙ্গে বাড়ি এসেছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি