শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকা সমমূল্যের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলা সদরের খিলা ইউপির সিকচাইল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার পর উপজেলার সিকচাইল বাজারে বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন মুক্তিযোদ্ধা ষ্টোরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে নিমিষেই পুড়ে যায় পাশে থাকা তানভীর ষ্টোর, মায়ের দোয়া কপি হাউজ, বেপারী ষ্টোর, কিরন ফার্মেসি, মোমিন ফার্মেসি, আমিন ফার্মেসিসহ ১৩টি দোকান। এ সময় বিভিন্ন দোকানের ক্যাশে থাকা নগদ প্রায় ৬ লক্ষাধিক টাকা, ১৩টি বৈদ্যুতিক মিটার, ফ্রিজ, টেলিভিশনসহ সকল আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি