শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার- জাফরুল্লাহ চৌধুরী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০২১

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সরকার গঠনের দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার, যেখানে সবাই জনগণের প্রতিনিধিত্ব করবে। প্রতিটি রাজনৈতিক দল থেকে দু-একজন করে থাকবেন। জনগণ সেখানে তাদের মতামত দেবেন। প্রথম আলো

সোমবার (০৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সবাইকে সমন্বিতভাবে আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আর তা যদি না করা হয়, তবে গণতন্ত্রের কবর রচিত হবে। আমাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।’

দেশের শিক্ষার্থীদের চলমান নিরাপদ সড়ক আন্দোলন বিষয়ে জাফরুল্লাহ বলেন, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করে পরিবহনমালিকদের ক্ষতি করা যাবে না। তাদের ওপর ভ্যাট প্রত্যাহার করতে হবে।

করোনা সংক্রমণ রোধে টিকা কেনার বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১২ হাজার ডলার অর্থ টিকা কিনতে খরচ হয়েছে। অথচ আমাদের বিনা মূল্যে টিকা পাওয়ার কথা ছিল। এ জন্য স্বাস্থ্যমন্ত্রীর বিচার হতে হবে।’

গণ অধিকার পরিষদের যুব সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কাউন্সিল ২০২১ উপলক্ষে ‘জাতি গঠনে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক।

নুরুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শত বছর পূর্তি উৎসব উদ্‌যাপন করছে । বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও দেশের একমাত্র নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস, দেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রবকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কাদের নিয়ে এই উৎসব আয়োজন করছে? সব জায়গায় দলবাজির রাজনীতি ছড়িয়ে গেছে । অসুস্থ রাজনীতি চর্চা করছে ‘বিনা ভোটের’ সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি