বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কোহলির ‘বিতর্কিত’ মন্তব্যে যা বললেন সৌরভ গাঙ্গুলী


কোহলির ‘বিতর্কিত’ মন্তব্যে যা বললেন সৌরভ গাঙ্গুলী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০২১

স্পোর্টস ডেস্ক:

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে আঙুল তুলেছেন অধিনায়ক বিরাট কোহলি। তার সেই বিতর্কিত মন্তব্যে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সাফ জানিয়ে দেন, এ ব্যাপারে তিনি কোনো কথা বলবেন না।

বুধবার দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণার মাত্র ৯০ মিনিট আগে আমি জানতে পারি আমাকে ওয়ানডে দলের অধিনায়ক হিসাবে রাখা হচ্ছে না। অথচ এর আগে আমার সঙ্গে বোর্ডের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।

কোহলির সেই দাবি উড়িয়ে দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছেন, বিরাট কোহলি কী করে বলছে যে ওর সঙ্গে কথা বলা হয়নি। আমরা সেপ্টেম্বরেই ওর সঙ্গে কথা বলেছিলাম। অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু একবারও সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে দুইজন অধিনায়ক রাখা সম্ভব ছিলনা।

বৃহস্পতিবার সকাল থেকেই সৌরভ গাঙ্গুলীর বাড়ির সামনে ভিড় জমান ভারতীয় সাংবাদিকরা। এদিন দুপুরে সৌরভের কাছে বিরাট ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে বিসিসিআই সভাপতি বলেন, এই নিয়ে আমার কিছু বলার নেই। বিসিসিআই ব্যাপারটা দেখছে। আমার কোনও বিবৃতি দেওয়ার নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি