বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


আরও একটি করোনার মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০২১

ডেস্ক রিপোর্ট:

আরও একটি করোনার মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক অ্যান্ড রিজব্যাকের তৈরি মুখে খাওয়ার করোনার ওষুধ মলনুপিরাভ অনুমোদন দিয়েছে। এর একদিন আগেই মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার-বায়োএনটেকর তৈরি মুখে খাওয়ার করোনার ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এফডিএ’র বিজ্ঞানী প্যাট্রিজিয়া কাভাজ্জোনি করোনায় আক্রান্ত উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের জন্য মেরেকের তৈরি মুখে খাওয়ার করোনার ওষুধ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক অ্যান্ড রিজব্যাকের তৈরি মুখে খাওয়ার করোনার ওষুধ মলনুপিরাভ অনুমোদন করেছে যুক্তরাজ্য।

মলনুপিরাভের ব্যবহারিক প্রয়োগে দারুণ সাফল্যের পর মেরেক দাবি করেছিল মুখে খাওয়ার এই ওষুধ করোনার মৃত্যুর ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনতে পারবে।

মেরেক জানিয়েছিল, তাদের তৈরি মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির কোভিড আক্রান্তদের মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে পরীক্ষামূলক প্রয়োগে দেখেছেন তারা। এছাড়া ওই ওষুধ প্রয়োগের ফলে কোভিড আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার হার কমিয়ে দেওয়ার ব্যাপারেও সাফল্য পেয়েছে মেরেক।

পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পাওয়ার পর ওই ওষুধের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সমাপ্তি ঘোষণা করে মেরেক ও রিজব্যাক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি