মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফসলের সাথে এ কেমন শত্রুতা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০২২

মো. জামাল উদ্দিন দুলাল:

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে দুর্বৃত্তরা এক কৃষকের প্রায় ১৫ শতাংশ জমিতে থাকা ফুলকপি কুপিয়ে নষ্ট করে ফেলে চলে যায়।

গতকাল রাতে উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া মাহবুবর রহমান (কাজল) নামের ওই কৃষকের ফসলি জমির ২হাজার ফুল কপি কুপিয়ে নষ্ট করে রেখে চলে যায় তারা।

কৃষকের মাহবুবর রহমানর দাবি, ওই গ্রামের জলফু মিয়া, ছেলে মো. সফিকুল ইসলাম, মৃত আলী আহম্মদ মো. খাইরুল এবং মো. মাহফুজ এর ছেলে মো. শরীফুল ইসলাম সাথে জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিন ধরে তাদের সাথে শত্রুতা চলছিল। এবং গত কয়েক দিন ধরে সফিকুল ইসলাম সহ উল্লেখিতরা জমির ফসল তাদের ভোগ করতে দেওয়া হবে না বলে কৃষকে হুমকি ধমকি দিয়ে আসছে । ওই শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার ৬০ হাজার টাকারমূল্যের ফসলের ক্ষতি করেছেন। এ ঘটনায় কৃষক মাহবুবর রহমান বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন।

এব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, কৃষক মাহবুবর রহমান দেওয়া অভিযোগ পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি