শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বর্ষসেরা বোলিংয়ে মনোনয়ন পেলেন সাকিব-মিরাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০২২

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো প্রতি বছরই বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার দিয়ে থাকে। সে সঙ্গে প্রতিটি ফরম্যাটে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স এবং ব্যাটিং পারফরম্যান্সেরও পুরস্কার দিয়ে থাকে।

২০২১ সালে বর্ষসেরা বোলিং পারফরম্যান্সে পুরস্কারের জন্য যাদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের মধ্যে ঠাঁই মিলেছে বাংলাদেশের দু’জনের। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ।

সাকিব আল হাসান
গত বছরের শুরুতেই ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন সাকিব। ৭.২ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে তিনি নিয়েছিলেন ৪ উইকেট। তার বোলিং তোপের মুখে মাত্র ১২২ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচেই এই অসাধারণ পারফরম্যান্স দেখান সাকিব। বাংলাদেশের হয়ে সবচেয়ে কম রানে ৪ উইকেট নেয়ার রেকর্ডও গড়েন তিনি। তার আগে সর্বনিম্ন ১১ রানে ৪ উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম।

মেহেদী হাসান মিরাজ
বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের তালিকায় উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের নামও। মে মাসে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই বল হাতে লঙ্কানদের ওপর তাণ্ডব চালিয়েছিলেন মিরাজ। ১০ ওভার বল করে নিয়েছিলেন ২টি মেডেন। রান দিয়েছিলেন ৩০টি। উইকেট নেন ৪টি।

দানুসকা গুনাথিলাকাকে প্রথম ওভারেই ফিরিয়ে দিয়ে তাণ্ডব শুরু করেন মিরাজ। এরপর বাংলাদেশের করা ২৫৭ রানের জবাবে মিরাজের এই দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ২২৪ রানে। বাংলাদেশ জয় পায় ৩৩ রানের ব্যবধানে।

অন্য যারা মনোনীত
সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ ছাড়াও বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের জন্য মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ভারতের প্রাসিদ কৃষ্ণা, শ্রীলঙ্কার দুষ্মন্তে চামিরা, ইংল্যান্ডের ক্রিস ওকস, স্যাম কুরান, সাকিব মাহমুদ, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি