শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রাপ্তবয়স্কদের জন্য ভ্যাকসিনের ৪র্থ ডোজ অনুমোদন দিচ্ছে ইসরাইল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাপ্তবয়স্কদের জন্য কোভিড ভ্যাকসিনের ৪র্থ ডোজ অনুমোদন দিতে যাচ্ছে ইসরাইল। দেশটির সরকারের একটি উপদেষ্টা প্যানেল এরইমধ্যে এই প্রস্তাব দিয়েছে। তবে ৪র্থ ডোজ গ্রহন করতে হলে অবশ্যই বুস্টার ডোজ গ্রহণের ৫ মাস পার হতে হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে ।

খবরে জানানো হয়েছে, বর্তমানে শুধু ৬০ বছরের বেশি বয়স্কদের জন্য ৪র্থ ডোজের অনুমোদন রয়েছে ইসরাইলে। নতুন এই প্রস্তাবটি অনুমোদিত হলে দেশটির সকল প্রাপ্তবয়স্কই কোভিড-১৯ ভ্যাকসিনের ৪র্থ ডোজ গ্রহণ করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে এটি অনুমোদন দেবেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের মহাপরিচালক। তবে সেটি কবে হবে তা স্পষ্ট করে জানানো হয়নি।

ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রনালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৪র্থ ডোজ গ্রহণের পর শরীরে তিন থেকে পাঁচ গুন বেশি সুরক্ষা নিশ্চিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি