শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ২রা ফেব্রুয়ারি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০২২


আন্তর্জাতিক ডেস্ক:

২০১৭ সালের ঠিক পাঁচ বছর পরে ২০২২-এর ২রা ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হল। এই নির্বাচনের রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায় জানাচ্ছেন যে নির্বাচন হবে দুই ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রথমে ধ্বনি ভোটে দলের চেয়ারপারসন নির্বাচিত হবেন। এই পদে একমাত্র প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচিত হওয়ার পর ওয়ার্কিং কমিটির সদস্যরা তাঁর দ্বারা মনোনীত হবেন। এরপর বিভিন্ন পদাধিকারী নির্বাচন।

দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট করার একটি সম্ভাবনা সেদিন আছে। দলে মমতার পরেই এখন অভিষেকের স্থান।

কিন্তু, তা অলিখিত ভাবে। অভিষেক ওয়ার্কিং প্রেসিডেন্ট হলে তাঁর দু নম্বর হওয়ার ব্যাপারে সিলমোহর পড়বে। দলের কেন্দ্রীয় সম্পাদক পদে তিনি মনোনীত হয়েছিলেন। ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে আসতে পারেন নির্বাচিত হয়ে।

এই নিয়ে দলের প্রবীণদের সঙ্গে নবীনদের অলক্ষ্যে একটি সংঘাত তৈরি হয়েছে। প্রবীণদের অনেকে অনুষ্ঠানিকভাবে অভিষেকের শক্তি বৃদ্ধিতে খুশি নন। নবীনরা এখনই অভিষেককে চান। শেষ সিদ্ধান্ত নেবেন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দিকে তাকিয়ে দলের প্রবীণ এবং নবীন সদস্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি