বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মেক্সিকোতে ১৬ জনের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

মাদক কারবারিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর মেক্সিকোর উত্তরাঞ্চলের জাকাতেকাস রাজ্য থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ফ্রেসনিলো পৌর এলাকায় ১০ জনের মরদেহ এবং প্যানফিলো নাটেরা এলাকায় বাকী ৬ জনের মরদেহ পাওয়া যায় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার দু’টি আলাদা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় জানা যায়।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌশলী জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি জাকাতেকাস রাজ্যে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অবৈধ পথ রয়েছে এই রাজ্যে। ফলে এ নিয়ে সিনালোয়া এবং জেলিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি