রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অন্য দেশের চেয়ে চীনের দিকে বেশি ঝুঁকেছে পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

একটি নির্দিষ্ট পক্ষের দিকে ঝুঁকে পড়া সত্ত্বেও সবার সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার তিনি তার সরকারের গতিধারা স্পষ্ট করেন। ইমরান খান বলেন, অন্য যেকোনো দেশের তুলনায় চীনের দিকে বেশি ঝুঁকে পড়েছে পাকিস্তান। তিনি পরিষ্কার করেন, তার দেশের কৌশলগত অবস্থান হলো- সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখা।

সাংবাদিক, সাবেক কূটনীতিক ও ইসলামাবাদের থিংক ট্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথোপকথনকালে এসব মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, আমরা এমন অবস্থান ধরে রাখতে চাই না যে, আমরা শুধুই একটি নির্দিষ্ট গ্রুপের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছি। তিনি বিশ্বাস করেন, পাকিস্তানের কৌশলগত অবস্থা সম্পর্কে রাওয়ালপিন্ডি অবহিত। রাওয়ালপিন্ডি হলো পাকিস্তানের সামরিক স্থাপনার মূল অবস্থান।

ইমরান খান ২০১৮ সালে পাকিস্তানের ক্ষমতায় আসেন। এরপর তার সরকার যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, তা হাইলাইট করেন। তিনি বলেন, তার দেশের যে দুর্দশা তার জন্য দায়ী সরকারের কিছু কর্মকর্তার নিজস্ব স্বার্থ। তাদের এসব স্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট নয়। সরকারি সব বিভাগকে তাদের ভূমিকা সম্পর্কে পরিষ্কারভাবে জানা উচিত এবং তাদের ধারণা থাকা উচিত।

যে, সম্পদ সৃষ্টির জন্য কি করা উচিত। ইমরান খান আরও বলেন, বেশির ভাগ দেশ তাদের রাজস্ব আয় করে রপ্তানির মাধ্যমে। এ থেকে বিচ্ছিন্ন পাকিস্তান। প্রকৃতপক্ষে সরকার এমন খাতকে রপ্তানির সুবিধা দিচ্ছে না, যা তাদের উপকারে আসতে পারে। নিজের সরকারে নাম প্রকাশ না করে কিছু সরকারি কর্মকর্তার দিকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছুদিন আগে পোশাকের জনপ্রিয় ব্রান্ড জারা’র প্রধান নির্বাহী কর্মকর্তা পাকিস্তান সফরে আসতে চেয়েছিলেন। তিনি অনলাইনে ভিসার জন্য আবেদন করেন। ইমরান খান বলেন, এর জবাবে ওই কর্মকর্তাকে আরও প্রক্রিয়া শুরুর আগে প্রথমে আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে ইমেইল করা হয়। এমন সমস্যা থাকা অবস্থায় আমরা কিভাবে সমৃদ্ধি অর্জন করবো? প্রশ্ন রাখেন ইমরান খান।

তিনি আরও জানান, পাকিস্তানে আসা চীনা ব্যবসা নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এর কারণ, কেন্দ্র ও প্রদেশের মধ্যে সমন্বয়ের অভাব। বিশেষ করে ওইসব প্রদেশের সঙ্গে সমন্বয়ে বেশি ঘাটতি যেখানে ক্ষমতায় নেই ক্ষমতাসীন পিটিআই সরকার। সংস্কার আনার ক্ষেত্রে সরকারের অসহায়ত্বের বিষয়ে অনুশোচনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ১৮তম সাংবিধানিক সংশোধনের পর আমরা বিশেষ অর্থনৈতিক জোন সংক্রান্ত আইন সংশোধন করতে পারি না। আগের সরকার এই সংশোধনী পাস করানোর কারণে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ভঙ্গুর হয়ে পড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি