রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাশিয়া হামলা চালালে অগণিত মানুষের প্রাণহানি হবে: জো বাইডেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন সঙ্কট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেয়া হয়েছে। তবে এখনও ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর বড় রকম সম্ভাব্যতা দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, রাশিয়া যদি হামলা চালায় তাহলে অগণিত মানুষের প্রাণহানি হতে পারে। টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন, রাশিয়া হামলা চালালে এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

জো বাইডেন বলেছেন, ইউক্রেন সীমান্তে প্রায় দেড় লাখ সেনার সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। তবে তার আগে বেশ কিছু সেনাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। জবাবে বাইডেন বলেছেন, সেনা সরিয়ে নেয়ার এ বিষয়টি যাচাই করে দেখা হয়নি। তিনি আরও বলেন, রাশিয়ার সেনা ইউনিট তাদের মূল ঘাঁটিতে ফিরেছে এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই।
তবে আমাদের বিশ্লেষণ বলছে, এখনও তারা হুমকি হতে পারে এমন অবস্থানে আছে।

মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দুটি ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার কবলে পড়ে বলে জানিয়েছে ইউক্রেন। এর কারণ পরিষ্কার নয়। এর আগে ইউক্রেনের অনলাইন প্রতিষ্ঠানের ওপর বড় রকম হামলা হয়েছে। এর জন্য রাশিয়ার দিকে আঙ্গুল তুলেছে ইউক্রেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মস্কোর নিরাপত্তা উদ্বেগকে আমলে নিয়ে তা সিরিয়াসলি দেখার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রেখেছেন। এর কয়েক ঘন্টা পরেই জো বাইডেন ওই বক্তব্য রাখেন। ইউক্রেনে আগ্রাসন চালানোর অভিযোগ সব সময়ই প্রত্যাখ্যান করে আসছেন পুতিন। তিনি বলেছেন, ইউরোপে আরেকটি যুদ্ধ চায় না রাশিয়া। তবে নভেম্বর থেকে ওই অঞ্চলে উত্তেজনা তুঙ্গে।

এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা মনে করেন যে, আজ বুধবারের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এ দিনটিকে ‘ঐক্যের দিন’ হিসেবে ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি এদিন দেশবাসীকে জাতীয় পতাকা উড়ানোর আহ্বান জানিয়েছেন। পরতে আহ্বান জানিয়েছেন নীল-হলুদ ফিতা। এটা হলো দেশটির জাতীয় রঙ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি