সোমবার,২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


২৩শে ফেব্রুয়ারি উত্তেজনাময় সময়ে রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান খান


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ সফরে রাশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আশা করা হচ্ছে শীতল যুদ্ধকালের তিক্ত সম্পর্কের কবর রচনা করবেন তিনি এই সফরে। এ সফর সম্পর্কে শুক্রবার নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র অসিম ইফতিখার বলেছেন, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যাবেন প্রধানমন্ত্রী। এই সফরের সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে মুখপাত্র বলেছেন, উপযুক্ত সময়ে তা শেয়ার করা হবে। তা সত্ত্বেও সরকারি সূত্রগুলো বলেছেন, আগামী ২৩শে ফেব্রুয়ারি রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান।

২৩ বছরের মধ্যে এটাই হবে পাকিস্তানের নির্বাচিত কোন প্রধানমন্ত্রীর প্রথম সরকারি পাকিস্তান সফর।

এর আগে সরকারি পর্যায়ে সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৯ সালের মার্চে মস্কো সফরে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর মধ্যে রাশিয়া সফর করেছেন সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। তবে তাদের কারো সফরই দ্বিপক্ষীয় সরকারি সফর ছিল না।

বর্তমানে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের। এমন সময়ে ইমরান খান রাশিয়া সফরে যাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই দেশের বাইরে থেকে তার ওপর ঘনিষ্ঠ নজর রাখা হবে। মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব আছে নয়া দিল্লির। এ জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের এই সফরের বিষয়ে তীক্ষè দৃষ্টি থাকবে ভারতের। কয়েক বছরে একটু একটু করে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার উদ্যোগ নিয়েছে রাশিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি