শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ফ্রান্সের মন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পশ্চিমা কর্মকর্তাদের ভেবেচিন্তে কথা বলতে হুঁশিয়ারি দিয়েছেন।

ফ্রান্সের অর্থমন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দেওয়ার পর কড়া ভাষায় পশ্চিমা কর্মকর্তাদের সমালোচনা করেন মেদভেদেভ।

সঙ্গে তিনি জানিয়ে দেন মানব ইতিহাসে অনেক অর্থনৈতিক যুদ্ধ পরবর্তীতে আসল যুদ্ধে রূপ নিয়েছিল। এ কারণেই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট তাদের বুঝে শুনে কথা বলতে হুঁশিয়ারি দিয়েছেন।

টুইটারে এ ব্যাপারে দিমিত্রি মেদভেদেভ বলেন, আজকে ফ্রান্সের কিছু মন্ত্রী বলছে তারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। ভেবেচিন্তে কথা বলুন ভদ্রলোকেরা! আর ভুলে যাবেন না মানব ইতিহাসে অর্থনৈতিক যুদ্ধ অনেক সময় আসল যুদ্ধে রূপ নিয়েছে।

ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মঙ্গলবার স্থানীয় সময় সকালে ফ্রান্সের ইনফো রেডিওকে জানান, প্যারিস রাশিয়ার বিরুদ্ধে সামগ্রিভাবে অর্থনৈতিক যুদ্ধে জড়াবে।

এদিকে গত বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে।

সূত্র: আল জাজিরা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি