বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পুতিনকে ‘রক্তের হোলি খেলা’ বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘রক্তের হোলি খেলা’ বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার জনগণ এ যুদ্ধ বেছে নেয়নি। পুতিন নিজের ইচ্ছায় যুদ্ধ করছেন। রাশিয়ার জনগণের এ যুদ্ধ সম্পর্কে জানার অধিকার রয়েছে। আমরা পুতিন ও তার সরকারকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাই। একই সঙ্গে দ্রুত রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করা ও ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানাই।

সংবাদ প্রচারে নানা বিধিনিষেধ আরোপের কারণে রাশিয়ার বিরুদ্ধে ‘সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সত্যের ওপর আক্রমণের’ অভিযোগ আনা হয়েছে বিবৃতিতে।

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলা বেড়ে যাওয়ার ফলে দেশটির বহু বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন। এ ছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন বহু বেসামরিক নাগরিক। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধ বন্ধের এ আহ্বান জানাল।

গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে ৪৯৮ রুশ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক হাজার ৫৯৭ জন।

দেশটি আরও বলছে, রুশ হামলায় ইউক্রেনের দুই হাজার ৮৭০ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় তিন হাজার ৭০০ জন। তবে কিয়েভ এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।

অপরদিকে ইউক্রেন বলছে, তারা রাশিয়ার পাঁচ হাজার ৮৪০ সেনাকে হত্যা করেছে।

এ ছাড়া ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছিল, রাশিয়ার হামলায় দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক এবং ১০ উদ্ধারকর্মী নিহত হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি