শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জেনে নিন রমজানে ত্বক ও চুল ভালো রাখতে কিছু নিয়ম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০২২

লাইফস্টাইল ডেস্ক:

স্বাস্থ্যকর ত্বক ও চুল সৌন্দর্য ধরে রাখতে বেশ কিছু নিয়ম মানা জরুরি। যেহেতু এখন রমজান মাস তার উপরে আবার গরমকাল, তাই সব মিলিয়ে এখন ত্বক ও চুলের যত্ন নেওয়া জরুরি।

রমজান মাস শেষেই যেহেতু ঈদুল ফিতর আসতে চলেছে, তাই এখন থেকেই ত্বক ও চুলের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে ত্বক ও চুলের যত্ন নেবেন-

>> ত্বকের জন্য সুপারফুড হলো পানি। পর্যাপ্ত পানি পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, টক্সিন বের করে দেয় ও আপনাকে শক্তি জোগায়।

একইভাবে ত্বকের অর্দ্রতা ফেরে। ফলে ত্বক আরও প্রাণবন্ত হয়। তাই সারাদিন রোজা রাখলেও ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি ও তরল খাবারও খেতে হবে।

>> অ্যাভোকাডোতে থাকে ভিটামিন ই। যা ত্বকের স্বাস্থ্য বাড়ায় ও ত্বককে করে কোমল।

>> ডালিমে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা কোষের পুনরুজ্জীবনে সাহায্য করে। নিয়মিত ডালিখ খেলেও ত্বক ভালো থাকবে।

>> যত্ন সহকারে ত্বক পরিষ্কার করুন। ভেষজ উপাদান দ্বারা ত্বকের যত্ন নিন। রাসায়নিকমুক্ত উপাদান আছে এমন মৃদু ফেসওয়াশ ব্যবহার করুন।

>> প্যারাবেনমুক্ত ও সালফেটমুক্ত স্ক্রাবার সপ্তাহে একবার ব্যবহার করুন। আবার চাইলে হলুদের মতো সুপারফুড ব্যবহার করেও ত্বকের মৃত কোষ অপসারণ করতে পারেন।

>> রমজানে ঘুমের সময়ে পরিবর্তন আসায় সে ছাপও কিন্তু ত্বকে পড়ে। তাই দৈনিক ৮ ঘণ্টা ঘুমাতে ভুলবেন না।

>> চুলের যত্ন এ সময় ব্যবহার করতে পারেন আমলা। এতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে। যা স্ক্যাল্পের গভীরে প্রবেশ করে চুলকে নরম, চকচকে ও বড় করে তোলে।

ক্যারোটিন ও আয়রন সমৃদ্ধ আমলা চুলকে লম্বা করে ও এতে থাকা ভিটামিন সি চুলের স্বাস্থ্য ভালো রাখে।

>> নিস্তেজ, শুষ্ক ও খসখসে চুলে নিয়মিত সিরাম ব্যবহার করুন। কেরাটিন-ইনফিউজড সিরাম চুলকে মসৃণ ও চকচকে করে।

>> নিয়মিত যারা চুলে ব্লো-ড্রাইং ও স্ট্রেটেনিং করেন তারা অবশ্যই চুলের অতিরিক্ত যত্ন নেবেন। একেক্ষেত্রে তেল মিশ্রিত শ্যাম্পু ব্যবহার করুন।

>> চুলের গোড়া ফাটা আবার ভেঙে যাওয়ার সমস্যা মোকাবেলায় ওমেগা ৩ ফরটিফাইড ও ফিশ অয়েল-ইনফিউজড শ্যাম্পু বেছে নিন।

>> যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা আখরোটের তেল ব্যবহার করুন। এই তেল চুল পড়া কমাতে সাহায্য করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি