শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তানের আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হলো : ইমরান খান


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ খোয়ানো ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু আজ আবার স্বাধীনতার লড়াই শুরু হলো। এ লড়াই বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের বিরুদ্ধে।’

রবিবার অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর এক টুইটবার্তায় ইমরান খান এসব কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তানের জনগণ সব সময় সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে।

এদিকে রবিবার দেশের বিভিন্ন স্থানে পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা ইমরান খানের ক্ষমতাচ্যুতির প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে।

প্রসঙ্গত শনিবার রাতে পাকিস্তানের পার্লামেন্টে (জাতীয় পরিষদ) অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। ক্ষমতাচ্যুতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান। এ ক্ষমতাচ্যুতির পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ইমরান।

দেশটির ৩৪২ সদস্যের সংসদের ১৭৪ জনই ইমরান খানের বিরুদ্ধে ভোট দেওয়ায় ক্ষমতাচ্যুত হন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি