শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাশিয়ার যুদ্ধজাহাজে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৪.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

কৃষ্ণ সাগরে রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরই মধ্যে ক্ষেপণাস্ত্রবাহী জাহাজটি থেকে সব ক্রুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের পর যুদ্ধজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি কারণে এটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। কিন্তু পুরো ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে ইউক্রেনে ওই অঞ্চলের গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইউক্রেনের তৈরি দুইটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে এটা রাশিয়ার জাহাজে হামলার দ্বিতীয় ঘটনা। কারণ গত মাসেও রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করে ইউক্রেন।

ক্ষেপণাস্ত্রবাহী রাশিয়ার এ যুদ্ধজাহাজটি ১৯৭৯ সালে যাত্রা শুরু করে। এটিতে রয়েছে ১৬টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অনেকগুলো আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, টরপেডো ও বন্দুক। কৃষ্ণ সাগরে রাশিয়ান বহরের এ জাহাজটি ইউক্রেনে হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি