শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


যুদ্ধজাহাজ হারিয়ে কিয়েভে আরো হামলার হুমকি দিল রাশিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার বিরুদ্ধে সাবোটাজ করার অভিযোগে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমানবিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া। তারা বলেছে, ইউক্রেন যদি তার সাবোটাজ না কমায়, রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায়, তাহলে এই হামলা আরও তীব্র হবে। কৃষ্ণ সাগরে রাশিয়ার মোস্কভা যুদ্ধজাহাজ বুধবার এক বিস্ফোরণের পর ডুবে যাওয়ার পর নতুন করে কিয়েভে এই হামলা শুরু করেছে রাশিয়া।

এর আগে ইউক্রেন জানায়, তারা কৃষ্ণ সাগরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়ার ওই ক্রুজার যুদ্ধজাহাজ। রাশিয়া বলেছে, এতে তাতে আগুন ধরে যায় এবং তাতে জাহাজটি ডুবে যায়। রাশয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ভূখণ্ডে যদি ইউক্রেন আরও টার্গেট করে তাহলে কিয়েভে হামলা আরও তীব্র হবে। ওদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, মারিউপোল শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে অপরাধের প্রমাণ লুকানোর জন্য মানুষের লাশ পুড়িয়ে দিয়েছে দখলদার রাশিয়া।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক ডেভিড পেট্রাউস বলেছেন, ইউক্রেনের পূর্বদিকে বিপুল চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে দেশটির বাহিনী। ওদিকে পশ্চিমাদের কাছে আরও অস্ত্র চেয়ে আবেদন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য তিনি বিভিন্ন দেশকে দায়ী করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি