বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


খাবারে অতিরিক্ত লবণ দেওয়ায় স্ত্রীকে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

খাবারে বেশি লবণ দেওয়ায় এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে তার স্ত্রী সকালের নাস্তা বানিয়ে দিয়েছিলেন। কিন্তু খাবারে অতিরিক্ত লবণ হওয়ায় রাগের মাথায় তিনি তার স্ত্রীকে হত্যা করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় শুক্রবার সকালে রাজ্যের থানে জেলার ভায়ান্দার পৌরসভায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

নিলেশ গাহ নামে ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি সকালে নাস্তার পর তার স্ত্রী নির্মলাকে শ্বাসরোধ করে হত্যা করেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্বামীর জন্য সকালের নাস্তায় খিচুড়ি রান্না করেছিলেন নির্মলা। কিন্তু তাতে বেশি লবণ হয়েছিল। এতে ক্ষেপে যান নিলেশ। পরে একটি লম্বা কাপড় দিয়ে নির্মলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ফরেনসিক টেস্টের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠায়। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একই রকম আরও একটি ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল)। নাস্তা এবং চা না দেওয়ায় এক নারীকে (৪২) গুলি করে হত্যা করেন তার শ্বশুর। নিহত নারী ছিলেন থানে রাবোদির বাসিন্দা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি