বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পুতিনের সঙ্গে গোপনে চিঠি বিনিময় করেছেন পাক নতুন প্রধানমন্ত্রী !


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০২২


আন্তর্জাতিক ডেস্ক:

নানা নাটকীয়তার পর অনাস্থা ভোটের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেন পাকিস্তানের বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

এরপর বিরোধী দল ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট শাহবাজ শফির দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
ইমরানের খানের অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে বিরোধীরা অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছে। যদিও বিরোধীরা এই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন।

এদিকে, পাকিস্তানে নতুন মন্ত্রিসভা শপথ নিতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গোপনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিঠি চালাচালি করেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই এমন খবর প্রকাশ্যে আসায় তা বিশ্বজুড়ে খুবই চর্চিত হচ্ছে। নানা মহল থেকে নানা অনুমান ও সন্দেহের বাতাবরণ দেখা যাচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া, ডেকান হেরাল্ড, ইকোনমিক টাইমস, জিনিউজ ও হিন্দুস্তান টাইমস-সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে এমনটিই দাবি করা হচ্ছে।

তবে এসব প্রতিবেদনে পাকিস্তান কিংবা রাশিয়া সরকারের নির্ভরযোগ্য কোনও সূত্রের কথা উল্লেখ করা হয়নি। এমনকি এসব গণমাধ্যমও নিরপেক্ষভাবে এই খবরের সত্যতা যাচাই করেছে কি না সে বিষয়েও কিছু উল্লেখ করা হয়নি।

শুধু বলা হয়েছে- সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গোপনে চিঠি বিনিময় করছেন। কিন্তু কী উদ্দেশ্য তাদের? জানা গেছে, দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা।

চলতি মাসের শুরুর দিকে ইমরান খানকে হঁটিয়ে শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এবং শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার সঙ্গে পুতিনের চিঠিবিনিময়ও হয়েছে। তবে কোনওপক্ষই চিঠি বিনিয়মের বিষয়টি সংবাদমাধ্যমকে জানায়নি।

তবে নাম প্রকাশ না করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জিনিউজ দাবি করেছে, পাকিস্তানের ওই কর্মকর্তা একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন যে, শাহবাজকে একটি চিঠি লিখেছেন পুতিন। এই চিঠিতে তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন পুতিন এবং পুতিনকে পাল্টা চিঠি দিয়েছেন শাহবাজও। অভিনন্দন বার্তার জন্য তিনি পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন শাহবাজ। পাশাপাশি আফগানিস্তান ইস্যুতে সহযোগিতার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রী থাকাকালে গত ফেব্রুয়ারিতে ইমরান রাশিয়া সফর করেন। সেই সফরে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন। দুই নেতা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময় করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি