শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


পরমাণু যুদ্ধের ঝুঁকিকে ছোট করে দেখা যাবে না


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

তাহলে কি পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিলো রাশিয়া? দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঘোষণা করেছেন, পরমাণু যুদ্ধের ঝুঁকি এখন কনসিডারেবল বা বিবেচনাযোগ্য। রুশ টেলিভিশন চ্যানেলে প্রচারিত তার ওই বক্তব্যে তিনি আরও বলেন, ইউক্রেনে পশ্চিমা দেশগুলো যে অস্ত্র পাঠাচ্ছে তাতে হামলা চালানোর বৈধতা রাশিয়ার আছে। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।

খবরে জানানো হয়েছে, বিশ্বকে পরমাণু বোমা ব্যবহারের ঝুঁকি বিবেচনায় নিতে বলেছেন ল্যাভরভ। তিনি বলেন, আমি কৃত্রিমভাবে এই ঝুঁকি বৃদ্ধি হোক তা চাইবো না। কিন্তু অনেকেই সেটি পছন্দ করবে। এর বিপদ খুবই গুরুতর এবং বাস্তব। আমাদেরকে অবশ্যই এটিকে ছোট করে দেখলে চলবে না।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
টুইটারে তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন দেয়ায় সমগ্র বিশ্বকে ভয় দেখাতে সর্বশেষ অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এটি প্রমাণ করে, মস্কো এখন নিজের পরাজয় টের পাচ্ছে।

রোববার কিয়েভ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন। তারা ইউক্রেনকে আরও সমরাস্ত্র প্রদানের আশ্বাস দিয়েছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে দফায় দফায় ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে পশ্চিমা বিশ্ব। এতে সবার থেকে এগিয়ে যুক্তরাষ্ট্র।

গত দুই মাসে ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে দেশটি। এখনও নতুন নতুন অস্ত্র পাঠানোর ঘোষণা আসছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে। এ নিয়ে যুক্তরাষ্ট্রকে সাবধান করেছে রাশিয়া। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এসব শিপমেন্ট বাতিলের আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা অস্ত্র সংঘাতকে আরও তীব্র করছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে সাবধানবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনকে অস্ত্রসাহায্য করে ন্যাটো রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধে নেমেছে। আর যুদ্ধ মানে যুদ্ধই। এই অস্ত্রের সাহায্যেই রাশিয়ার সেনার উপর আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। ইউক্রেনে একাধিকবার অস্ত্র সম্ভার ধ্বংস করেছে রাশিয়া। তারপরেও সেখানে অস্ত্র যাচ্ছে কী করে? এর থেকেই স্পষ্ট, ন্যাটো তাদের অস্ত্রের জোগান অব্যাহত রেখেছে।

এরপরই ল্যাভরভ বলেন, বাইরে থেকে পরমাণু লড়াইয়ের একটি আবহ তৈরির চেষ্টা চলছে। রাশিয়া তার মধ্যে ঢুকতে চায় না। শুধু তা-ই নয়, তার বক্তব্য, একটি চুক্তি সইয়ের মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ হতে পারে। দুই দেশ শান্তি আলোচনা অব্যাহত রেখেছে। তবে চুক্তি সইয়ের সময় দেখতে হবে, কোন দেশের সেনা কোথায় অবস্থানরত।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২ মাস পূর্ণ হলো। ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই ইউরোপীয় কোনো দেশের বিরুদ্ধে সবথেকে বড় কোনো আক্রমণ। এখন পর্যন্ত এতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। বেশ কয়েকটি শহর পুরোপুরি ধ্বংস্তুপে পরিণত হয়েছে। অর্ধকোটি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছেন। মস্কো এই আগ্রাসনকে ইউক্রেনকে কথিত নাৎসিদের হাত থেকে রক্ষায় ‘বিশেষ অভিযান’ বলে দাবি করেছে। তবে পশ্চিমা দেশগুলো বলছে, এটি শুধুমাত্র ভ্লাদিমির পুতিনের আগ্রাসনকে বৈধতা দেয়ার জন্য তৈরি করা একটি মিথ্যা প্রেক্ষাপট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি