বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সফল হাইপারসনিক অস্ত্র পরীক্ষার দাবি যুক্তরাষ্ট্রের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী শব্দের চেয়ে দ্রুত গতির হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষার দাবি করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে এই অস্ত্রের পরীক্ষা চালানো হয়।
মার্কিন বিমান বাহিনীর বার্তায় জানানো হয়, একটি বি-৫২ বোমারু বিমান থেকে ‘এয়ার-লঞ্চড র‌্যাপিড রেসপন্স ওয়েপন’ (এআরআরডব্লিউ) ছোড়া হয়। বোমারু বিমান থেকে শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতির এই হাইপারসনিক অস্ত্রটি ছোড়ার পর তা প্রত্যাশিত ফল দেয় বলে দাবি করা হয়েছে।

মার্কিন সামরিক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনে হাইপারসনিক অস্ত্রের ব্যবহার করেছে। চীনও হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে, গত অক্টোবরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি অস্বীকার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি