বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাবর আজমকে সতর্ক করল পিসিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০২২

স্পোর্টস ডেস্ক:

এক ভিডিও ভাইরালের পরিপ্রেক্ষিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে সতর্ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সম্প্রতি বাবরের ছোট ভাই সাফির আজমের অনুশীলনের ছবি ও ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, লাহোরে পিসিবির হাইপারফরম্যান্স সেন্টারে বাবর আজমের সঙ্গে তার ভাই সাফির অনুশীলন করছেন। সাফির ব্যাটিং করছেন এবং তাকে বোলিং করছেন পাকিস্তান পেসার শাহনেওয়াজ দাহানি।

বিষয়টি নিয়ে পিসিবি ও বাবরের সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

কারণ এমনটি করে পাকিস্তান দলের অধিনায়ক হয়ে পিসিবির নিয়ম ভেঙেছেন বাবর আজম। নিয়ম বলছে, হাইপারফরম্যান্স সেন্টারে জাতীয় দল, প্রথম শ্রেণি ও জুনিয়র ক্রিকেটাররা শুধু কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সেখানে অনুশীলন করতে পারবেন এবং সেখানকার স্টাফদের সেবা নিতে পারবেন। সেখানে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে আসার অনুমতি নেই।

তাই নিয়ম ভেঙে ভাইকে নিয়ে আসায় সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান অধিনায়ক। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে বাবরকে সতর্ক করে দেওয়া হয়, এমনটি যেন আর না ঘটে।

পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, বাবর তিন-চার দিন আগে তার ভাইয়ের সঙ্গে কেন্দ্রে এসেছিলেন এবং এটি কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগে ছিল। এবং তার ভাই পরে নেটে ব্যাট করেন, যা বোর্ডের নজরে আসে। এইচপিসিতে অনুশীলনের জন্য পাকিস্তানের খেলোয়াড়ের আত্মীয় বা বন্ধুদের কাউকে নিয়ে আসার অনুমতি নেই। তাই বাবরকে বিনয়ের সাথে তার অবিবেচনামূলক কাজকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং এটির পুনরাবৃত্তি না করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের এ মুহূর্তে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাবর আজম। প্রায় প্রতিদিনই হাইপারফরম্যান্স সেন্টারে গিয়ে নেটে ব্যাটিং প্র্যাকটিস করছেন তিনি। ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিংয়ে এক নম্বর ব্যাটারের ছোট ভাই সাফিও ক্রিকেট খেলেন। সে জন্য সুযোগ পেয়ে ভাইয়ের সঙ্গে অনুশীলন করেন হাইপারফরম্যান্স সেন্টারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি