বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ পিএসজির জার্সিতে ডি মারিয়ার শেষ ম্যাচ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০২২

স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুমে পিএসজির শুরুর একাদশে খুব একটা সুযোগ মিলছিল না অ্যাঞ্জেল ডি মারিয়ার। যার জন্য গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, বিচ্ছেদের সুর। অবশেষে সত্যি সত্যিই প্যারিসের ক্লাব পিএসজির সঙ্গে বিচ্ছেদ হতে যাচ্ছে আঞ্জেল ডি মারিয়ার।

লিগ ওয়ানের ক্লাবটির সঙ্গে ডি মারিয়ার চুক্তি নবায়ন হচ্ছে না। চলতি মৌসুমের পুরো চুক্তি শেষ হওয়ার আগেই বিচ্ছেদ হচ্ছে পিএসজি ও ডি মারিয়ার।

লিগ ওয়ানে আজ শনিবার চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলবে নামবে চ্যাম্পিয়ন পিএসজি। মেসের বিপক্ষে এই ম্যাচটিতে আর্জেন্টাইন তারকাকে বিদায় দেবে প্যারিসের ক্লাবটি।

পিএসজিতে ডি মারিয়ার শেষ ম্যাচে সমর্থকদের উপস্থিত থাকার এবং আর্জেন্টাইন তারকাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন ক্লাবটির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি।

ডি মারিয়াকে নিয়ে খেলাইফ বলেন, ‘ক্লাবের ইতিহাসে চিরস্থায়ী একটা ছাপ রেখে গেছেন ডি মারিয়া। ক্লাবের সমর্থকদের স্মৃতিতে তিনি সব সময়ই এমন একজন হিসেবে থেকে যাবেন, যাঁর আচরণে কোনো দাগ নেই। নিজের আত্মনিবেদনে যিনি আমাদের জার্সিটার সম্মান ধরে রেখেছেন। পিএসজি পরিবারের সবাইকে অনুরোধ করব শনিবার পার্ক দে প্রিন্সেসে গিয়ে তাঁর যে সম্মান প্রাপ্য, সেটি তাঁকে দেখানোর জন্য।’

২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে যোগ নে ডি মারিয়া। লম্বা সময় খেলে ক্লাবটির অন্যতম একজন হয়ে ওঠেন তিনি। পুরো সময়েই ক্লাবটির জার্সিতে অবদান রেখেছেন তিনি। দলটির হয়ে জিতেছেন মোট ১৯টি ট্রফি। লিগ শিরোপাই জিতেছেন ৫টি। এ ছাড়া ক্লাবের হয়ে ২৯৪ ম্যাচ খেলে ৯১টি গোল করেছেন তিনি। পাশাপাশি পিএসজির জার্সিতে রেকর্ড ১১১টি অ্যাসিস্টও এই আর্জেন্টাইন তারকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি