বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সিঙ্গাপুরের কোচ হলেন সালমান বাট


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০২২


স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটকে ক্রিকেট পরামর্শক প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল সিঙ্গারপুর ক্রিকেট বোর্ড।

সালমান বাটের সঙ্গে সিঙ্গাপুর ক্রিকেট দলের সাপোর্ট স্টাফে যোগ দেবেন পাকিস্তান নারী দলের সাবেক কোচ জামাল হুসেন। তিনি ফিল্ডিং কোচ হিসেবে দলটিতে যোগ দেবেন।

সিঙ্গাপুর ১৯৭৪ সাল থেকে আইসিসির একটি অনুমোদিত দেশ হিসেবে ক্রিকেট খেলে আসছে। আগামী পাঁচ মাসের মধ্যে আইসিসির তিনটি বড় টুর্নামেন্ট খেলবে সিঙ্গাপুর৷

সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সালমান বাট সিঙ্গাপুরে থাকবেন এবং দলের পরামর্শক প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

চুক্তি অনুসারে সালমান বাটের অধীনে সিঙ্গাপুর ক্রিকেট দল জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব, আগস্টে শ্রীলংকায় এশিয়া কাপের বাছাইপর্ব এবং কানাডায় আইসিসি চ্যালেঞ্জ লীগে অংশ নেওয়ার মধ্য দিয়ে আইসিসির ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য খেলবে।

সালমান বাট পাকিস্তানের হয়ে ৩৩টি টেস্ট, ৭৮টি ওয়ানডে আর ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে পাঁচ বছরের নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি। ২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়া বাট জড়িয়ে যান ধারাভাষ্য পেশায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি