বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএম ডিপোর ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় সীতাকুণ্ড থানায় প্রতিষ্ঠানটির আট কর্মকর্তার নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলা করেন।

এ ঘটনার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অবহেলা ও তাচ্ছিল্যকে দায়ী করে আট কর্মকর্তাকে আসামি করা হয়েছে। মামলায় অবহেলার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। গুরুতর আঘাতের ঘটনা, বিএম কন্টেইনার প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকা না থাকায় তাদের দায়ী করা হয়েছে।

এদিকে মামলা তদন্তে আর কারও যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক।

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একাধিক কনটেইনার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার শতাধিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি