শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » টেস্ট সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ইয়াসির রাব্বি


টেস্ট সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ইয়াসির রাব্বি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০২২

স্পোর্টস ডেস্ক:

আগামী ১৬ জুন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অ্যান্টিগায় শুরু হবে। তবে ক্যারিবীয়দের বিপক্ষে সুযোগ পেয়েও টেস্ট খেলা হচ্ছে না ইয়াসির আলী রাব্বির।

মুশফিকুর রহিমের ছুটির সুযোগে রাব্বি লোয়ার মিডলঅর্ডার থেকে প্রমোশন নিয়ে খেলতে পারতেন পাঁচ নম্বরে। চোটে পড়ায় হাতছাড়া হয়ে গেল রাব্বির এই সুযোগ।

ইয়াসিরের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম জানান, ‘গত ১০ তারিখ থেকে ইয়াসির আলী পিঠের চোটে ভুগতেছিল। আমরা পরবর্তীতে এমআরআই করিয়েছি। এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ২-৩ সপ্তাহ সময় লাগে। তাই ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে ইয়াসির খেলতে পারবে না।’

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় রাব্বির পিঠে টান পড়েছিল। ৩৯ বলে ১১ রান করে স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন ইয়াসির। পরে আর ব্যাটিংয়ে নামেননি। মূলত পিঠের ব্যথার (ব্যাক পেইন) কারণে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন ইয়াসির।

আগামী ১৬ জুন অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর সেইন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি