শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বায়ার্নে যাচ্ছেন সাদিও মানে, ছাড়ছেন লেওয়ানডোস্কি


বায়ার্নে যাচ্ছেন সাদিও মানে, ছাড়ছেন লেওয়ানডোস্কি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০২২

স্পোর্টস ডেস্ক:

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যোগ দিতে ছয় বছর পর লিভারপুল ছেড়ে যাচ্ছেন সাদিও মানে। জার্মান চ্যাম্পিয়নরা লিভারপুলের সঙ্গে ৪১ মিলিয়ন ইউরো চুক্তিতে সেনেগালের এই তারকাকে দলে নিচ্ছে। মানে নিজেও বায়ার্নে যোগ দিতে প্রস্তুত।

২০১৬ সালে সাউদাম্পটন থেকে মানেকে দলে নেয় লিভারপুল। সম্প্রতি তাঁর বায়ার্নে যোগ দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। শেষ পর্যন্ত তা সত্যি হচ্ছে।

স্কাই স্পোর্টসের খবরে জানা গেছে, দুই ক্লাবের মধ্যে দ্রুত চুক্ত হচ্ছে।

গত মে মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পরাজয়ের পর থেকে ৩০ বছর বয়সী তারকার লিভারপুল ছেড়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। ছয় বছর পর মানে একটি নতুন চ্যালেঞ্জের কথা বলেন।

বুন্দেসলিগা বিজয়ীরা তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কিকে হারাতে পারে। পোল্যান্ডের এই তারকা এই গ্রীষ্মে চলে যাওয়ার কথা বলেছেন। বার্সেলোনা তাঁকে দলে নেওয়ার চেষ্টা করছে।

এখন লিভারপুল ও বায়ার্নের মধ্যে চুক্তিটি মানের জন্য ছয় বছরের সফল বছরের সমাপ্তি ঘটাবে। এই ফরোয়ার্ড অলরেডদের হয়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবাও কাপ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন।

মানে লিভারপুলের হয়ে ২৬৯ ম্যাচ খেলেছেন। ১২০ গোল করেন।

তিনি এই মৌসুমে সেনেগালের হয়ে জিতেছেন আফ্রিকান কাপ অব নেশনসের শিরোপা। ফাইনালে হারিয়েছেন লিভারপুলেরই সতীর্থ মোহাম্মদ সালাহর মিসরকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি