বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » স্পেনে ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে রোনালদোর ১৬ কোটি টাকার গাড়ি


স্পেনে ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে রোনালদোর ১৬ কোটি টাকার গাড়ি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০২২

স্পোর্টস ডেস্ক:

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি গাড়ি পড়েছে দুর্ঘটনার কবলে। দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটি রোনালদোর সংগ্রহে থাকা বিলাসবহুল গাড়ির একটি।

২০১৮ সালে ১.৭ মিলিয়ন ইউএস ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ১৬ কোটি টাকা) ‘বোগাতি ভেরন’ ব্র্যান্ডের এই গাড়িটি কিনেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। ‘ডেইলি মেইল’ জানিয়েছে, সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

রোনালদোর গাড়িটি স্পেনের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় একটি বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা মারে। এতটাই জোরে ধাক্কা লেগেছে যে, দেয়ালটি সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে। গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে রোনালদোর ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তির খবর, গাড়ির ভেতর রোনালদো বা তার পরিবারের কেউ ছিলেন না।

পর্তুগিজ যুবরাজ এখন ছুটির মেজাজে রয়েছেন। স্পেনের মায়োরকাতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সিআরসেভেন। ব্যক্তিগত বিমানেই স্পেনে গিয়েছেন। আর জাহাজে করে দুটি গাড়ি স্পেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি।

সেগুলো সোমবারই স্পেনে পৌঁছায়। তার মধ্যেই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লো। গাড়িটি চালাচ্ছিলেন রোনালদোর একজন কর্মচারী। দুর্ঘটনায় তার চোট-আঘাত লাগেনি।

জানা গেছে, দুর্ঘটনার পর রোনালদোর কয়েকজন প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন। তার কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ হিসেবে দেয়ালটি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি