বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মায়ের ধর্ষকদের সাজা দিতে ছেলের লড়াই!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

২৮ বছর আগে এক ভারতীয় নারীকে ছয়মাস ধরে বারবার ধর্ষণ করেছিল প্রতিবেশি দুই ভাই। সেই ধর্ষণের ফলে ওই নারীর গর্ভে একটি ছেলে সন্তানেরও জন্ম হয়। কিন্তু সেসময় ওই নারী ন্যায় বিচার পাননি। অবশেষে সেই ছেলের সাহায্যেই ন্যায়বিচার পাওয়ার আশা করছেন ওই নারী। সেই ধর্ষণ থেকে জন্ম নেওয়া ছেলেটিই এখন তার মায়ের ন্যায়বিচার পাওয়ার জন্য লড়াই করছে।

ভারতের উত্তরপ্রদেশের ওই নারী মাত্র ১২ বছর বয়সেই দুই পুরুষের হাতে ছয় মাস ধরে ধর্ষিত হয়েছিলেন। সেই ধর্ষণ থেকে জন্ম নেওয়া ছেলেটিকে জন্মের পরপরই দত্তক দিয়ে দিয়েছিল তার পরিবার। তবে ১৩ বছর পর ছেলেটি মায়ের কাছে ফিরে আসে এবং মাকে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করতে উৎসাহিত করে। ২৮ বছর পর মাকে ন্যায়বিচার দিতে আইনি লড়াইয়ে নেমেছে সেই ছেলে। আইনি লড়াই করছেন মা-ও।

দশ দিন আগে পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং গত বুধবার দ্বিতীয় অভিযুক্তকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়।

ওই নারী বলেন, ‘ঘটনাটি অনেক পুরানো কিন্তু এর ফলে আমার জীবনে যে ক্ষত তৈরি হয়েছে তা এখনও সারেনি। এটি আমার জীবনকে স্থবির করে দিয়েছিল এবং সেই ভয়ঙ্কর মুহূর্তগুলোর কথা বারবার আমার মনে পড়ে’।

ভারতে প্রতিবছর হাজার হাজার শিশু যৌন নির্যাতনের শিকার হয়। সরকারি তথ্য অনুযায়ী ভারতের শিশু সুরক্ষা আইনে ২০২০ সালে এ–সংক্রান্ত ৪৭ হাজার মামলা নথিভুক্ত করা হয়। তবে অধিকারকর্মীদের ধারণা, এর চেয়েও বেশি ঘটনা ভারতজুড়ে প্রতিবছরই ঘটে। বেশির ভাগই প্রকাশ পায় না। এর একটি কারণ নির্যাতনের শিকার শিশু তার সঙ্গে কী ঘটেছে, সে সেটা বুঝতেই পারে না।

আরেকটি কারণ, শিশুরা নির্যাতনের শিকার হওয়ার পর এতটাই ভয়ে থাকে যে, তারা এ ঘটনা কাউকে বলে না। পরিবারগুলোও প্রায়ই সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেয় না।

‘তারা আমাকে হত্যার হুমকি দিয়েছিল’

ধর্ষণের শিকার ওই নারী বলেন, উত্তর প্রদেশের শাহজাহানপুর শহরে ১৯৯৪ সালে তাকে ধর্ষণের ওই ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ রাজী ও তার ভাই নকী হাসান তাদের পাশের বাড়িতেই থাকত। ওই নারী জানান, যখনই তিনি বাড়িতে একা থাকতেন, তখনই তারা তার বাড়ির দেয়াল টপকে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করত।

ওই নারী বলেন, এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তার বোন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তার গর্ভাবস্থার কথা জানতে পারেন। কিন্তু ডাক্তার তার দুর্বল স্বাস্থ্য এবং অল্প বয়সের কারণে গর্ভপাত করতে নিষেধ করেন। জন্মের পরপরই শিশুটিকে দত্তক দিয়ে দেওয়া হয়।

ধর্ষণের শিকার ওই নারী বলেন, ‘শিশুটিকে জন্ম দিতে গিয়ে আমি অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু জন্মের পর তার মুখ দেখার সুযোগও পাইনি। মাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন, ‘তুমি যে বেঁচে আছো সেটাই অনেক বেশি’।

ধর্ষণের শিকার ওই নারী এবং তার পরিবার সেসময় পুলিশে অভিযোগ করেনি। কারণ হিসেবে ওই নারী বলেন যে, তারা অভিযুক্তদের ভয়ে থাকতেন।

ওই নারী বলেন, ‘ধর্ষণের কথা কাউকে বললে তারা আমার পরিবারকে মেরে ফেলার এবং আমাদের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমার স্বপ্ন ছিল বড় হয়ে পুলিশ হব, কিন্তু ওই দুজনের কারণেই আমার সব স্বপ্ন শেষ হয়ে যায়। আমি স্কুলে যেতে পারিনি। আমি পড়াশোনা করতে পারিনি’।

এরপর এক সময় ওই নারী এবং তার পরিবার ধর্ষণের দুঃসহ স্মৃতি থেকে বাঁচতে সেই বাড়ি ছেড়ে অন্য জেলায় চলে যান। তারা পাশের রামপুর জেলায় চলে আসেন। ২০০০ সালে তার বিয়েও হয়। বিয়ের পর তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। ওই নারী বলেন যে, তিনি আশা করেছিলেন জীবনের এই নতুন অধ্যায় তাকে অতীত ভুলে যেতে সাহায্য করবে। কিন্তু বিয়ের ছয় বছর পরে তার স্বামী সেই ধর্ষণের কথা জানতে পেরে এর জন্য তাকেই দায়ী করেন এবং তাকে তার ছেলে সহ তাড়িয়ে দেন। এরপর তিনি তার বোনের কাছে আশ্রয় নেন এবং তার পরিবারের সঙ্গে বসবাস করতে থাকেন।

মা-বাবার পরিচয়হীন ছেলের সত্য জানার লড়াই

ধর্ষণের ফলে জন্ম নেওয়া ওই নারীর প্রথম ছেলেটিকে অনেক গঞ্জনা সইতে হয়েছিল। বাবা-মায়ের পরিচয় না থাকার কারণে তাকে অনেক বৈষম্যেরও শিকার হতে হয়েছিল।

ছেলেটি তার দত্তক নেওয়া বাবা-মায়ের বাড়ির প্রতিবেশীদের কাছ থেকে একথা শুনে বড় হয়েছে যে, সে তার এই বাবা-মায়ের সন্তান নয়। তাকে তারা দত্তক এনেছে।

মা ও ছেলের বিচ্ছেদের ১৩ বছর পর দত্তক নেওয়া বাবা-মা ছেলেটিকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দিয়ে যায়।

কিন্তু আসল মায়ের কাছে এসেই ছেলেটি তার বাবা কে তা জানতে চাইল। তার কোনো বংশগত উপাধি ছিল না। ভারতে সাধারণত বাবার নামে ছেলেদের উপাধি হয়। এজন্য স্কুলের সহপাঠী শিশুরাও তাকে নিয়ে উপহাস করত।

ছেলেটি প্রায়ই তার মাকে তার বাবার সম্পর্কে প্রশ্ন করত এবং উত্তর না পেয়ে গভীরভাবে দুঃখ পেত। এভাবে কেটে যায় অনেকদিন। ধর্ষণের শিকার ওই নারী বলেন, একপর্যায়ে তার ছেলে বাবার নাম না বললে আত্মহত্যা করার হুমকি দেয়। পরে মা ছেলেকে পুরো ঘটনা খুলে বলতে বাধ্য হন।

সব শুনে আতঙ্কিত হওয়ার পরিবর্তে ছেলে তার সবচেয়ে বড় সমর্থক হয়ে ওঠে। ছেলে মাকে বলে যে তাকে ‘এই যুদ্ধে লড়তে হবে এবং অপরাধীদের একটি শিক্ষা দিতে হবে’।

ছেলে মাকে বলে যে, ‘আপনি নিজে যদি এই অপরাধ নিয়ে কথা বলেন, তাহলে সমাজের মানুষরাও কথা বলবে। এতে আমাদের মামলা শক্তিশালী হবে এবং অভিযুক্তরা শাস্তি পাবে। সমাজে একটি বার্তা যাবে যে অপরাধ করলে একদিন না একদিন শাস্তি পেতেই হবে’।

ন্যায় বিচারের জন্য মা ও ছেলের লড়াই

ছেলের উৎসাহে ২০২০ সালে শাহজাহানপুরে ফিরে যান ধর্ষণের শিকার ওই নারী। কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। ঘটনাটি অনেক পুরোনো হওয়ায় পুলিশ এ মামলা নিতে রাজি হয়নি। তখন তিনি একজন আইনজীবীর কাছে যান। আইনজীবীও শুরুতে এই মামলা লড়তে রাজি হননি। বলেছিলেন, প্রায় ৩০ বছর আগের পুরোনো মামলা লড়া কঠিন হবে। ছোটবেলায় ওই নারী যে এলাকায় থাকতেন, সেটিও পাল্টে গিয়েছে। এমনকি ওই নারীর পুরোনো বাড়িটি এবং অভিযুক্ত ব্যক্তিদেরও খুঁজে পাওয়া যায়নি।

তখন আইনজীবী ওই নারীকে বলেন, ‘আপনি কীভাবে প্রমাণ করবেন যে আপনি প্রায় ৩০ বছর আগে এখানেই থাকতেন এবং এখানেই আপনাকে ধর্ষণ করা হয়েছিল?’ জবাবে ওই নারী আইনজীবীকে বলেছিলেন, ‘আপনি আমাদের মামলাটি লড়েন। আমরা আপনাকে প্রমাণ সংগ্রহ করে দেব’। তখন আইনজীবী আদালতে একটি আপিল করেন এবং শাহজাহানপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে ২০২১ সালের মার্চে দুই অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

ওই নারী বলেন, পুলিশ তাকে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে বলে। তিনি বলেন, ‘আমি তাদের খুঁজে পেয়েছি এবং ফোনে তাদের সঙ্গে কথাও বলেছি। তারা আমাকে চিনতে পেরে বলেছে, আমি কেন এখনো মরে যাইনি। আমি তাদের বলেছি, এখন তোমাদের মরণের সময় হয়েছে’।

ধর্ষণের প্রমাণ ও প্রেপ্তার

ধর্ষকদের খুঁজে বের করা গেলেও অপরাধের সঙ্গে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত ফেব্রুয়ারিতে ডিএনএ টেস্ট থেকে ধর্ষণের প্রমাণও মিলেছে।

শাহজাহানপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) এস আনন্দ বলেন, ‘মামলাটি ছিল একেবারেই বিরল। ওই নারী মামলা করতে আসলে আমরা বেশ অবাক হয়েছিলাম। কিন্তু আমরা ধর্ষণ প্রমাণের একটি সুযোগ নেই। তার ছেলের ডিএনএ নমুনা সংগ্রহ করি’।

গত এক বছর ধরে মামলার তদন্তকারী পরিদর্শক ধর্মেন্দ্র কুমার গুপ্তা বলেন, ‘আমরা অভিযুক্তদের কাছ থেকেও ডিএনএ নমুনা সংগ্রহ করি। তাদের একজনের ডিএনএ-র সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া ওই ছেলের ডিএনএ মিলে যায় এবং ধর্ষণ প্রমাণিত হয়’।

এরপর গত ৩১ জুলাই অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার দ্বিতীয় জনকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়। অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

ধর্ষণের শিকার ওই নারী বলেন, তিনি চান, তার গল্প জেনে অন্যরাও যেন তাদের বিরুদ্ধে হওয়া অপরাধের বিচার চাইতে এগিয়ে আসেন। তিনি বলেন, ‘অনেক মানুষই অন্যায়ের শিকার হয়ে চুপ করে বসে আছে। আমিও চুপচাপ বসে বসে ভাবলাম, এটাই আমার ভাগ্যে লেখা আছে। কিন্তু না, এমন কিছু নেই। আমাদের অবশ্যই পুলিশের কাছে যেতে হবে, যাতে আমাদের মতো আর কাউকে একই নির্যাতনের শিকার হতে না হয়’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি