শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চকবাজারে আগুন: ৬ মৃতদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর চকবাজারের পলিথিন কারখানার আগুনে দগ্ধ ছয় জনের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। মৃত ছয় জনই হোটেলের কর্মী বলে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিদর্শক মনিরুজ্জামান বলেছেন, মৃতরা সবাই ডিউটি শেষে ঘুমিয়েছিলেন। বাইরে থেকে সাটার বন্ধ ছিল।

মৃতদের মধ্যে ওসমান, বিল্লা, শরীফ, স্বপনের নাম জানিয়েছে স্বজনরা। বাকি দুই জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তনে মরদেহ দেখে চেনা যাচ্ছে না।

এর আগে, দুই ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজার কামালবাগের দেবীদ্বারঘাটের একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন।

তিনি বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লাগে। পরে আগুন একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়ে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি