শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত হওয়া সেই ম্যাচটি বাতিল


ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত হওয়া সেই ম্যাচটি বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

ব্রাজিল ও আর্জেন্টিনা—দুদলেরই কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, দুদলের মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ এখনো বাকি। সেই ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল ফিফা। কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদ হলো ম্যাচটি আর হচ্ছে না। স্থগিত হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল।

আর্জেন্টাইন ফুটবল অ‍্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত ম্যাচটি নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা হয়েছে। নতুন করে স্থগিত ম্যাচটি আর হচ্ছে না।

গত বছর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সাও পাওলোতে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই কোভিড-১৯ এর রীতি ইস্যুতে ঝামেলা তৈরি হয়। তখন ম্যাচটি স্থগিত হয়ে যায়।

সেই ম্যাচটিই আয়োজন করতে উদ্যোগ নেয় ফিফা। আগামী মাসের শুরুর দিকে ম্যাচটি আয়োজনের কথা ছিল। কিন্তু ব্রাজিল খেলোয়াড়দের চোটের আশঙ্কা করে ম্যাচটি খেলতে চাইছিল না। আর্জেন্টিনাও ছিল নারাজ। দুপক্ষ রাজি না থাকার কারণে শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল ম্যাচটি।

বিশ্বকাপের বাছাই পর্বের লাতিন অঞ্চল থেকে গ্রুপ সেরা হয়ে মূল পর্ব নিশ্চিত করে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা রানার্সআপ হয়ে কাতারের টিকেট নিশ্চিত করে। তাই প্রকৃতপক্ষে স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি আর কোনো ভূমিকা রাখতে পারতো না। কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপে খেলবে ব্রাজিল। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। অন্যদিকে ‘সি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। একই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি