মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় অতিরিক্ত দামে ডিম ও সবজি বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা নগরীতে ডিমের হালিতে ৬ টাকা বেশি রাখায় আমানা সুপারসপকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অযৌক্তিক দামে আলু ও সবজি বিক্রি করায় আরও দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর বাদুরতলা ও রানীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, নিত্যপণ্যের দামে অস্থিরতার খবরে বৃহস্পতিবার থেকে কুমিল্লা নগরীতে বাজার তদারকি অভিযান শুরু হয়েছে। এ সময় আমানা সুপারসপকে ১০ হাজার ট‌াকা জরিমানা করা হয়। এছাড়া অযৌক্তিক দামে আলু বিক্রি করায় রানীর বাজার এলাকার চৌধুরী ট্রেডার্সকে এক হাজার টাকা এবং সবজির দাম বেশি রাখায় মুমিনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি