শুক্রবার,২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীর “সম্রাট টেলিকমে” চুরি ও লুটপাট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০২২

স্টাফ রিপোটার:

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় অবস্থিত  টাউনহল সুপার মার্কেটের  দ্বিতীয় তলায় অবস্থিত  “সম্রাট টেলিকম” নামের এক মোবাইল ফোনের দোকানে  ভয়াবহ  চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে।

২২ আগষ্ট গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে  এবং মূল্যবান  মোবাইল ফোন, এক্সেসরিস ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগি দোকানের মালিক  মোহাম্মদ সম্রাট  জানান, তার দোকানে বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের মোবাইল ফোন, চার্জার , হেডফোন, অ্যাডাপ্টারসহ  অন্যান্য  এক্সেসরিজ ছিল, যা চোরেরা সম্পূর্ণ নিয়ে গেছে। দোকানে থাকা মোট ৫০ লাখ টাকার পণ্যসহ নগদ অর্থও চুরি হয়েছে।

মার্কেটের পরিচালনা কমিটির একজন সদস্য জানান, রাত আনুমানিক দেড়টার দিকে  নিরাপত্তাকর্মী বিশ্রামে ছিলেন, সেই সুযোগে চোরেরা মার্কেটে প্রবেশ করে।  রাত ২ টার দিকে মার্কেটের নিরাপত্তা কর্মী বিষয়টি টের পেয়ে দোকান মালিক সম্রাটকে বিষয়টি অবহিত করে।

দোকান মালিক সম্রাট ঘটনাস্থলে গিয়ে দেখেন, দোকানের তালা ভাঙ্গা, ভিতরের সব কিছু এলোমেলো, সিসিক্যামেরা ভেঙ্গে ফেলা হয়েছে, ফলে চোরদের সনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, এই চুরির পেছনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা তারেক তালুকদারের হাত রয়েছে। এই তারেকের সাথে দোকান মালিক সম্রাটের লেনাদেনা নিয়ে মতবিরোধ তৈরি হলে, সম্রাটকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। পরবর্তীতে তার কয়েক দিনের মধ্যেই দোকানে চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে দোকান মালিক সম্রাটের সাথে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে মোহাম্মদ সম্রাট বলেন, এই ঘটনায় আমি মানসিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমার ব্যবসার মূলধন চুরি হয়ে গেছে। এখন নতুন করে আবার ব্যবসা শুরু করা আমার পক্ষে সম্ভব না।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে তদন্ত করছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি